মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১১:০৫ পূর্বাহ্ন
রাজশাহী এইড ফান্ড সোসাইটি এবং ভাটাপাড়া যুব সংঘের যৌথ উদ্যোগে একদল তরুণ রাত জাগা পাখির মতো রাজশাহী শহরের বিভিন্ন রাস্তার ওলিতে গলিতে ঘুরে দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ করছেন।তাদের কাছে জানতে চাওয়া হলে তারা বলেন। প্রায় ২৭ দিন যাবত এই কাজ করে চলেছে,প্রথম দিকে দশ পনের জন মানুষকে রাতে কলা পাউরুটি দিয়ে শুরু করে এবং পরবর্তিতে রোজ প্রায় এক দেড় শো পথের মানুষকে এই সেবা প্রদান করা হচ্ছে। সদস্যরাই মূলতকেউ টাকা দিয়ে, কেউ খাবার দিয়ে হেল্প мега маркет করছেন,আবার কেউ ছাগল দিয়েছেন, কেউ চাল, কেউ ডাল, কেউ চুলা, কর্মীর একেকজন একেকদিন রান্না করে।সবাই মিলে প্যাকেট করে রাত আটটা বাজলে বেরিয়ে পড়া। অনেকেই তাদের সাথে সহযোদ্ধা হয়ে কাজ করার জন্য অনুভূতি প্রকাশ করেছেন । তাদের বক্তব্য,আমরা পথের মানুষ গুলোর জন্য সামান্য প্রচেষ্টা চালাচ্ছি।রমজান মাসেও আমরা চেষ্টা চালিয়ে যাবো।সকলে নিজ নিজ জায়গা থেকেসাধ্যমত এই অসময়ে মানুষের পাসে থাকার চেষ্টা করি তাহলে আমরা সবাই মিলেমিশে ভালো থাকতে পারবো। সেজন্য আমাদের এই উদ্যোগটি নেওয়া হয়েছে।
Leave a Reply