বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ১২:২৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর এক আতঙ্কের নাম ‘বাইক বাহিনী’। বাইকে করে নগরজুড়ে ঘুড়ে ঘুড়ে ছিনতাই করায় যাদের কাজ। এই বাহিনীর বিশেষ নজরে ছিল নারীরা। রাজশাহী মহানগরীজুড়ে আতঙ্ক সৃষ্টি করা এই বাইক বাহিনীর দুধর্ষ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। সোমবার (৪ মে) বিকেলে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন আরএমপি’র গোয়েন্দা শাখার প্রধান উপ-পুলিশ কমিশনার আবু আহাম্মদ আল মামুন।
এর আগে বোববার (০৩ মে) দিবাগত গভীর রাতে ডিবির এসআই মাহবুব হাসান ও এসআই সালামের বিশেষ দলটি অভিযান চালিয়ে এই তিন ছিনতাইকারীর প্রত্যেককে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। আরএমপি’র পুলিশ কমিশনার মোঃ হুমায়ুন কবিরের দিক নির্দেশনায় এবং নগর গোয়েন্দা শাখার প্রধান উপপুলিশ কমিশনার আবু আহাম্মদ আল মামুনের তত্ত্বাবধানে ডিবির বিশেষ দলটি অভিযান পরিচালনা করে।
গ্রেফতার তিন ছিনতাইকারী মোটরসাইকেল যোগে নগরীতে ছিনতাই করতো। রিকশায় যাতায়াতকারী নারীদেরকেই এরা বেশী নজর দিত।
বাইক বাহিনীর গ্রেফতারকৃত তিন সদস্য হলো – নগরীর রাজপাড়া থানাধীন আলীগঞ্জ এলাকার আশরাফুল ইসলামের ছেলে আল-আমিন ওরফে হৃদয় (২০), অচিতলা এলাকার আক্কাস আলীর ছেলে বাপ্পি ইসলাম ওরফে মধু (২০) এবং বোয়ালিয়া থানাধীন হোসনীগঞ্জ এলাকার রফিকুল কাইয়ুমের ছেলে আজমাইন আহনাম ওরফে তৌকিব (১৮)।
নগর গোয়েদা শাখার প্রধান উপকমিশনার আবু আহাম্মদ আল মামুন জানান, গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরের দিকে দরগাপাড়া এলাকার প্রয়াত মুক্তিযোদ্ধা মাহাফুজুর রহমানের স্ত্রী জান্নাতুল ফেরদৌসী (৬২) ব্যাংক থেকে টাকা উঠিয়ে রিকশায় চড়ে বাড়ি ফিরছিলেন। সিপাইপাড়া মাদারবক্স আইডিয়াল স্কুলের সামনে এই তিন ছিনতাইকারী বাইক নিয়ে এসে রিকশা থামিয়ে ওই বৃদ্ধাকে মারধর করে। এরপর তার কাছে থাকা নগদ টাকা, ভ্যানিটিব্যাগ, কাগজপত্র ও মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়।
নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, ছিনতাইয়ের ঘটনায় গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নগরীর রাজপাড়া থানায় একটি মামলা (মামলা নং ০৯) হয়। ঘটনার পর থেকে ডিবি পুলিশের উপ-কমিশনার আবু আহাম্মদ আল মামুনের তত্ত্বাবধানে তদন্ত শুরু হয়। তিনি ছিনতায়ের বিষয়ে তথ্য উৎঘাটনের জন্য ডিবি পুলিশের একটি বিশেষ টিমকে নিয়োজিত করেন। এই টিম রোববার গভীর রাতে তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
তিনি আরো বলেন, এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া টাকা, ভ্যানিটি ব্যাগ, কাগজপত্র ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়। এরপর আসামিদের মামলার তদন্ত কর্মকর্তা রাজপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। তদন্ত কর্মকর্তা আসামিদের সোমবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছেন বলেও জানান আরএমপির মুখপাত্র।
Leave a Reply