বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০১:০৩ পূর্বাহ্ন
এসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল টেকনিশিয়ান আর্টিস্ট এন্ড আর্টওয়ার্কার AITAA এর উদ্যোগে আয়োজিত কলকাতা বসন্ত উৎসবে বাংলাদেশে থেকে আমন্ত্রণ পেয়ে উপস্থিত ছিলেন নির্মাতা জীবন শাহাদাৎ। কলকাতার ময়দানে অনুষ্ঠিত হলো ১০ম কলকাতা বসন্ত উৎসব ২০২৩। অনুষ্ঠানে প্রায় ৩৫ হাজার লোকের উপস্থিতি রেকর্ড করা হয়। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাম্প ওয়াক, মূকাভিনয় প্রদর্শন করা হয়। রঙের খেলায় রঙিন হয়েছে পুরো ময়দান প্রাঙ্গন। AITAA এর চেয়ারম্যান জয়ন্ত দাশগুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী ও পরিবহন মন্ত্রী মদন মিত্র। বিভিন্ন সংগঠনের পরিবেশনার মধ্যে চলতে থাকে পুরো অনুষ্ঠান। সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬ টা অবদি চলে সাংস্কৃতিক পরিবেশনা।
সমাপনী বক্তব্যে AITAA এর চেয়ারম্যান জয়ন্ত দাশগুপ্ত বলেনঃ “এই আয়োজন পরিপূর্ণতা পেয়েছে সবার অংশগ্রহণে, এবং অদূর ভবিষ্যতে একটা ফ্যাশন গিল্ড হিসেবে শক্ত যায়গায় থাকবে AITAA CLUB আর সবার ভালোবাসা সমর্থন ও সহযোগিতাই পারে এই ভিত মজবুত করতে। আর আগামি বসন্ত উৎসব হবে ২৪ মার্চ ২০২৪ সালে।” এ প্রসঙ্গে নির্মাতা জীবন শাহাদাৎ বলেনঃ কলকাতা বসন্ত উৎসবে আমন্ত্রিত অতিথি হয়ে এসেছি বলে ভালো লাগছে, আর আয়োজক সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, দুই বাংলার মেলবন্ধন অটুট ছিলো আছে ও থাকবে। আর শীঘ্রই আমরা যৌথভাবে ইভেন্ট আয়োজন করার কথা ভাবছি।”
AITAA Clubতার কাংখিত লক্ষ্যে পৌঁছাবে এই প্রত্যাশা নিয়ে শেষ হলো কলকাতা বসন্ত উৎসব ২০২৩।
Leave a Reply