সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০১:১৩ পূর্বাহ্ন
জন্মদিনে আর ঘরে আটকে রাখা গেল না এই দম্পতিকে। প্রিয়তমার ৩৯তম জন্মদিনের মুহূর্তকে ফ্রেমবন্দি করতে যুগলে পাড়ি দিলেন মালদ্বীপ। মুম্বাই বিমানবন্দরে ঘনিষ্ঠভাবে দেখা গেল ক্যাট- ভিকিকে।
ক্যাটরিনার হাতে এখন বেশ কয়েকটি ছবির কাজ রয়েছে। ‘ফোনভূত’ চলচ্চিত্রে ইশান ও সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে দেখা যাবে ক্যাটকে। ‘টাইগার ৩’ ছবিতে সালমান খানের বিপরীতে কাজ করছেন ক্যাটরিনা। এছাড়াও ‘জি লে জারা’তে প্রিয়াঙ্কা চোপড়া ও আলিয়া ভাটের সঙ্গে পর্দা ভাগ করছেন ক্যাটরিনা।
কাজের পাশাপাশি আলিয়ার মা হওয়ার খবরের ঝড় থামতে না থামতেই গুঞ্জন ছিল এবার বলিউডে বাবা-মার তালিকায় নাম লেখাতে চলেছেন ভিকি-ক্যাটও। কিন্তু এই নিয়ে মুখে কুলুপ এঁটেছেন এই দম্পতি। তাদের এই বিষয়ে ‘কিছু না বলা’, কৌতূহলের পারদ আরও বাড়িয়েছে। করোনায় আক্রান্ত হওয়ার পর ক্যাটকেও খুব একটা পার্টি বা অন্য কোনও অনুষ্ঠানে দেখা যায়নি। তাই অনেকেই মনে করছেন মা হওয়ার প্রথম পর্যায়ের সাবধানতার মধ্যেই দিন কাটাচ্ছেন ‘কমলি’। বজায় রাখছেন সামাজিক দূরত্বও। সূত্র: আনন্দবাজার
Leave a Reply