সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১২:২৫ পূর্বাহ্ন
রাজশাহী ফিল্ম সোসাইটির উদ্যোগে আজ ৪ঠা অক্টোবর “উত্তরবঙ্গে চলচ্চিত্র শিল্পের বিকাশ ও প্রতিবন্ধকতা” বিষয় নিয়ে বাংলাদেশের উত্তরবঙ্গের ১৬ টি জেলার চলচ্চিত্র সংসদসমূহের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হলো রাজশাহীতে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত চলচ্চিত্র কর্মী ও চলচ্চিত্র সংশ্লিষ্ট সংঠনের প্রতিনিধিদের নিয়ে আলোচনা সভা থেকে ‘৩য় রাজশাহী চলচ্চিত্র উৎসব’ এর অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
এই সম্মেলন সর্বসম্মতিক্রমে ২০২২ সালের লক্ষ্যে উত্তরবঙ্গের চলচ্চিত্র প্রশার ও প্রতিবন্ধকতা বিষয়ে কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী ফিল্ম সোসাইটির সভাপতি আহসান কবীর লিটন। সম্মেলন সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জাবীদ অপু। সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন রাজশাহী চলচ্চিত্র উৎসব পরিচালক শাহারিয়ার চয়ন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঋত্বিক কুমার ঘটক চলচ্চিত্র সংসদের সভাপতি ডঃ এফ এম জাহিদ, চলচ্চিত্র কর্মী কামারুল্লাহ সরকার, চলচ্চিত্র গবেষক শিবলী নোমান, বরেন্দ্র চলচ্চিত্র সংসদের সভাপতি সুলতানুল ইসলাম টিপু ও সাধারণ সম্পাদক জীবন শাহাদাৎ।
সম্মেলনের সামগ্রিক ব্যাবস্থাপনায় ছিলেন রাজশাহী ফিল্ম সোসাইটির যুগ্ন সাধারণ সম্পাদক, ৩য় রাজশাহী চলচ্চিত্র উৎসবে ফেস্টিভ্যাল ডিরেক্টর , ড্রিম মেকিং প্রোডাকশন হাউজের স্বত্বাধিকারী তরুণ মেধাবী নির্মাতা ও সিনেমাটোগ্রাফার শাহারিয়ার চয়ন।
Leave a Reply