সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০১:৫১ পূর্বাহ্ন
মিডিয়াপাড়ায় সবার ভালোলাগার ভালোবাসার প্রিয় মুখ রেশমী। নিয়মিত অভিনয় করছেন তিনি। ঈদুল আজহা উপলক্ষে ১৫ নাটকের শুটিং শেষ করেছেন। নাটকগুলো হচ্ছে ১.আমাদের সংসার ,ডিঃ সঈদ ঊন নবী ২. হ্যালো জিনিয়াস. ডি: মাহমুদুর রহমান হিমি ৩. মিথ্যে প্রেম,ডিঃ সোহেল আরমান ৪.মিস্ট্রি অর,ডিঃরাকেশ বাশু ৫, আউট অপ বক্স, ডিঃ হারুন রুসো ৬. বাজিগর, ডিঃ জাকিউল ইসলাম রিপন। ৭,অনেক ভালোবাসি, ডিঃরাকেশ বাসু ৮.লাভার জামাই,ডিঃ বর্ন নাথ ৯, যেমন কর্ম তেমন ফল,ডিঃ আশরাফি মিঠু ১০.খত ,ডিঃসজিব মাহমুদ ১১.সাদা মনের মানুষ, ডিঃ এস এম রুবেল রানা ১২.মিউজিকেল ড্রামা, ডিঃ সৈকত রেজা। ১৩. ওভিসি ,ডিঃ ফজলে আাজিম জুয়েল ১৪. টিবিসি ডিঃ ইমেল হক এছাড়া বেশ কিছু নাটকে কাজ করেছেন। নাটকগুলো ঈদের দিন থেকে বেসরকারি টেলিভিশনগুলোতে প্রচার করা হবে।
এ প্রসঙ্গে অভিনেত্রী রেশমী বলেন, ‘ ঈদ উপলক্ষে নির্মিত সবগুলো নাটকের গল্প অসাধারন। আমার চরিত্রেও ভিন্নতা রয়েছে। চেষ্টা করেছি নিজের শ্রেষ্ট কাজটা দেয়ার জন্য। দর্শক দেখে বলতে পারবেন কতটা পেরেছি। তবে আশা করি দর্শক নিরূৎসাহী হবেন না।’ এ অভিনেত্রী ঈদের নাটক ছাড়াও টেলিভিশনে প্রচার চলতি কয়েকটি ধারাবাহিক নাটকেও অভিনয় করছেন। ঈদের পর নতুন কয়েকটি নাটকের শুটিং শুরু করবেন বলেও জানিয়েছেন।
Leave a Reply