বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০১:৩৭ পূর্বাহ্ন
১৫ মার্চ থেকে জমকালো আয়োজনের মধ্যদিয়ে শুরু হতে যাচ্ছে উত্তর ভারতের হরিয়ানা রাজ্যের গৌরবময় হরিয়ানা আন্তর্জাতিক চলচ্চিত্র চলচ্চিত্র উৎসব ২০২৩। ৬তম এই বর্ণিল উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বগুড়ার নির্মাতা সুপিন বর্মনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বিবর্ণ প্রহর। ১৩ মিনিট দৈর্ঘ্যের স্বল্পদৈর্ঘ্য এ চলচ্চিত্রটি অফিসিয়ালভাবে প্রদর্শনের জন্য মনোনয়ন পেয়েছে। উক্ত উৎসবে অংশগ্রহণ করার লক্ষ্যে নির্মাতা সুপিন বর্মন আগামি ১৫ মার্চ দিল্লীর উদ্দেশ্যে রওনা দিবেন। সুপিন বর্মন জানান আগামি ১৭ মার্চ সন্ধ্যা ৭টায় হরিয়ানার কারনাল শহরের চিরঞ্জী লাল শর্মা সরকারী কলেজ মিলনায়তনে ‘বিবর্ণ প্রহর’ চলচ্চিত্রটি প্রদর্শিত হবে। হরিয়ানার শিল্প,সংস্কৃতি ও চলচ্চিত্রের বিকাশের লক্ষ্যে সংগঠক, নাট্যকার ও নাট্য পরিচালক ধার্মেন্দার ডাঙ্গী ও কয়েকজন বন্ধু মিলে প্রথম চলচ্চিত্র উৎসবের আয়োজন করেন। এরপর থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্তের চলচ্চিত্র নির্মাতা, কলাকুশলী ও চলচ্চিত্র প্রেমীদের মিলনমেলায় পরিনত হয় উৎসবটি। উৎসব পরিচালক ধার্মেন্দার ডাঙ্গী জানান যে, এইবারের আসরে ২৮ দেশের মোট ৫৫টি চলচ্চিত্র দেখানো হবে। এইবারের উৎসবটিকে উৎসর্গ করা হয়েছে ভারতীয় চলচ্চিত্রের জনক দাদা সাহেব ফালকেকে। উৎসব পরিচালক আরো জানান অফিসিয়ালী নির্বাচিত চলচ্চিত্রগুলোর মধ্য থেকে জুরিবোর্ড সদস্যদের বিচার কার্যে প্রদান করা হবে সেরা চলচ্চিত্রের পুরস্কার। জুরি হিসেবে দায়িত্ব পালন করছেন
নানেস অায়মান তৌফিক আবদুল্লাহ ( মিশর), দেবেন্দা দেবেঞ্জান কংগারেজ ( শ্রীলঙ্কা), আন্না ভোলমার্ক ( সুইডেন) এবং ভারত থেকে ড. মিহির রঞ্জন পাত্র, ড. আবিদ, ড. মাধু, মিস রমা, ড. রাজমি শিং, ড. সারিতা কুমার, রাম কিশোর পার্চা, আরভিতা খর্না, গৌরব কুমার, দীপা ধুল। জুরিদের পাশাপাশি সমগ্র উৎসবজুড়ে থাকবে তারকাদের সরব উপস্থিতি। উৎসব প্রাঙ্গণে তারকাদের মধ্যে উপস্থিত থাকবেন ঋতুপর্ণা সেনগুপ্ত, ইয়াসপাল শর্মা, মাধুর ভান্ডারকর, শ্বেতা মেনন, আখিলেন্দ্র মিশ্র,তানিমা ভট্টাচার্য, ড. চন্দর প্রকাশ, শিখা মালহোত্রা, সুমিত্রা পেডনেকার, অরভিন্দ গৌর। নির্মাতা সুপিন বর্মন বলেন ‘বিবর্ণ প্রহর’ চলচ্চিত্রটি তার চতুর্থ নির্মাণ। করোনাকাল সময়ে যখন সকলেই ঘরবন্দী জীবন যাপন করছিলো, ঠিক তখনি চাকরী হারানো অসহায় এক মেয়ের গল্প নিয়ে স্বল্প বাজেটে ও আয়োজনে নির্মাণ করেন চলচ্চিত্রটি। মূল চরিত্রে অভিনয় করেন লাভেলো মিস ওয়ার্ল্ড খ্যাত সঞ্চিতা দত্ত। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন বিধান রায়, রবিউল ইসলাম, সনি কর্মকার, শাফিউর সোহেল প্রমুখ। আর আই লিপসনের গল্প ও সিনেমাটোগ্রাফিতে চলচ্চিত্রটি সম্পাদনা করেন অংকন সরকার। কারিগরি সহযোগিতা প্রদান করেছে বঙ্গকথন, অরীতি ক্রিয়েশন। প্রযোজনায় রয়েছে বর্মন ফিল্ম। ১৫ মার্চ থেকে শুরু হওয়া ৫ দিনব্যাপি এ উৎসবটি শেষ হবে ১৯ মার্চ। সেরা চলচ্চিত্রের পুরস্কার প্রদানের মধ্যদিয়ে পর্দা নামবে তারা ঝলমলে ৬ষ্ঠ হরিয়ানা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের।
Leave a Reply