বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ১২:৩৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশের অন্যান্য জেলার মত রাজশাহী জেলাতেও নোভেল করোনা ভাইরাস বা কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তবে মহানগরীতে এখনো কোনও কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয় নি। জেলায় শানাক্ত হওয়া রোগীর সংখ্যা ১৪ জন।
এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন তিন রোগী। এরই মধ্যে দুই বার নেগেটিভ এসেছে তারেদ নমুনা পরীক্ষার রিপোর্ট। সোমবার আবারো তাদের নমুনা পরীক্ষা করা হবে বলে জানা গেছে। আর তাদের সেই রিপোর্টও নেগেটিভ এলে ঘোষণা করা হবে যে তারা সুস্থ। রাজশাহী জেলার সিভিল সার্জন ডা. এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজশাহী জেলার সিভিল সার্জন ডা. এনামুল হক জানান, রাজশাহী জেলায় যাদের কোভিড-১৯ শনাক্ত হয় তাদের মধ্যে ৮০ বছর বয়সি একজনের মৃত্যু হয়েছে। বাকিদের সবার অবস্থায় ভালো। আর সুস্থ হওয়ার পথে রয়েছে তিনজন। তাদের অবস্থা বেশ ভালো। তাদের দ্বিতীয় দফার পরীক্ষাতেও কোভিড-১৯ নেগেটিভ এসেছে। এরপরও সোমবার তাদের আরো একবার পরীক্ষা করা হবে। সেটার ফলাফল নেগেটিভ পেলে সুস্থ ঘোষণা করা হবে।
এ ঘোষণার মাধ্যমে রাজশাহীতে প্রথম করোনা রোগী সুস্থ হবে বলে উল্লেখ করে ডা. এনামুল হক জানান, রাজশাহী জেলায় যাদের করোনা শানাক্ত হয় তাদের মধ্যে প্রথম দিকের তিনজনের অবস্থা বেশ ভালো। বাকিদের অবস্থাও ভালো। তারা বাসায় অবস্থান করছেন। সেখানেই তাদের চিকিৎসা চলছে। আরো কদিন পর আবারো তাদের নমুনা পরীক্ষা করা হবে।
এদিকে, শনিবার রাজশাহীতে আরো একজনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে এদিন মোট ৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে একজনের করোনা পজেটিভ এসেছে। আক্রান্ত ব্যাক্তির বাড়ি জেলার দুর্গাপুরে। তার বয়স ২৮ বছর।
Leave a Reply