মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১০:৪৩ পূর্বাহ্ন
উত্তরবঙ্গ ডেস্ক:
সাভারে আরো আটজন গার্মেন্টকর্মী করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। এনিয়ে সাভারে ২০ জন গার্মেন্টকর্মীসহ করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪৪ জন। মঙ্গলবার বিকেলে কালের কণ্ঠকে এতথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সায়েমুল হুদা জানান, সোমবার সাভার থেকে ৪০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) এ পাঠানো হয়েছিল। মঙ্গলবার পাওয়া রিপোর্টে ৪০ জনের মধ্যে আট জনের করোনা পজিটিভ এসেছে। আক্রান্তরা সবাই পোশাক কর্মী। তিনি জানান, সাভার উপজেলায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৬১৭টি। এর মধ্যে ৪৪ জনের করোনা পজিটিভ আসে। তাদের মধ্যে পাঁচজন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। অন্যদিকে ৪৪ জনের মধ্যে ২০ জন বিভিন্ন কারখানার পোশাককর্মী। গত ১ মে সাভারে আটজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। তাদের মধ্যে সাতজন ছিলেন বিভিন্ন তৈরি পোশাক কারখানার শ্রমিক।
সূত্র : কালের কন্ঠ
Leave a Reply