বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০১:৪৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রাজশাহী নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক ছাত্রলীগ নেতা স্বপন ইসলামের আয়োজনে সোমবার সন্ধ্যা ৭ টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিসংগ্রাম পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আবদুল হাসান খন্দকার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সদস্য জহির উদ্দিন তেতু।
এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন নগর আওয়ামী লীগের সাবেক সদস্য আবদুস সাত্তার, ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম বাচ্চু মাস্টার, সিনিয়র সহ-সভাপতি (পূর্ব) গফুর মুনসি, আবদুল মালেক, যুগ্মসাধারণ সম্পাদক আবুবকর সিদ্দীক, ২৬ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি আসাদ আলী।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন ২৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের নেতা স্বপন ইসলাম।
সভাটি পরিচালনা করেন সাবেক ছাত্রলীগ নেতা কোরবান আলী পলাশ।
অনুষ্ঠান শেষে ২৬ নম্বর ওয়ার্ডের ১৫০০ দুস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়।
Leave a Reply