সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০১:০২ পূর্বাহ্ন
রাজশাহী সিটি কর্পোরেশনের সহযোগিতায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে মহানগরীর ১৯নং ওয়ার্ডে ছোটবন গ্রাম এলাকায় অবস্থিত শেখ রাসেল শিশু পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব খাজা শাহরিয়ার। রোববার দুপুরে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ করে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাসিক মেয়র। উল্লেখ্য, বৃক্ষরোপণের জন্য লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে রাজশাহী সিটি কর্পোরেশনকে ৭ হাজার ২০০ টি বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদান করা হয়েছে।
বৃক্ষরোপণ কর্মসূচির অনুষ্ঠানে লংকাবাংলা ফাইন্যান্স এর সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চীফ রিস্ক অফিসার মোহাম্মদ কামরুল হাসান, এফসিএ; সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও গ্রূপ কোম্পানি সেক্রেটারী মোস্তফা কামাল, এফসিএ; এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব হিউম্যান রিসোর্সেস
মোহাম্মদ হাফিজ আল আহাদ, রাসিকের পরিবেশ উন্নয়ন স্থায়ী কমিটির সভাপতি ও ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন; ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন; সংরক্ষিত আসন-৭ এর কাউন্সিলর উম্মে সালমা বুলবুলি; প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার; নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আহমদ আল মঈন ও পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদ উল ইসলাম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
Leave a Reply