বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০১:৪৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ
করোনাকালে রাজশাহীতে ছিন্নমূল ও অসহায় মানুষদের জন্য ইফতার বিতরণ করলেন শিক্ষার্থীরা। শুক্রবার বিকেলে নগরীর শিরোইল বাসস্ট্যান্ড, রেলগেইট ও রেলস্টেশনে ইফতার বিতরণ করা হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী তামান্না আকতার তন্নীর নেতৃত্বে ইফতার বিতরণ করেন কৃষি অনুষদের শিক্ষার্থী অজয় কুমার, নগরীর রিভার ভিউ কালেক্টরেট স্কুলের শিক্ষার্থী তন্ময়, আল হিকমা মুসলিম হাই স্কুলের শিক্ষার্থী নীবিড়।
দুর্যোগের এই সময়ে শিক্ষার্থীদের কাছে খাবার পেয়ে খুশি হয়েছেন দরিদ্র মানুষগুলো।
রাবি শিক্ষার্থী তামান্না জানান, করোনার সময়ে সমাজের বেশিরভাগ খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এই বিপদের সময় অস্বচ্ছল ও দরিদ্র মানুষগুলোর কষ্ট লাঘবের জন্য কয়েকজন শিক্ষার্থী মিলে এই উদ্যোগ নিয়েছেন তারা।
তামান্না আরো বলেন, এভাবে অসহায়দের খাদ্য সহায়তার জন্য ব্যক্তিগতভাবে অনেককে পাশে পেয়েছেন তারা। এরমধ্যে ব্যক্তিগত সহায়তা যেমন আছে তেমনি কিছু প্রতিষ্ঠানও তাদের পাশে এসেছে এই মহৎ উদ্যোগকে এগিয়ে নিতে।
এদিন ১০০ জন মানুষের কাছে খাবার পৌঁছে দেয়া হয়েছে বলেও জানান তারা। করোনা সংকট চলাকালীন এভাবেই দরিদ্রদের পাশে থাকা কথা বলেন রাবির এসব শিক্ষার্থী। তারা সমাজের স্বচ্ছল মানুষদের অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
Leave a Reply