মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩০ অপরাহ্ন
ঢাকার অনেক তারকাই প্রেম, বিয়ে, সন্তানের বিষয়গুলো প্রকাশ্যে আনতে চান না। ভক্তরা জানলে জনপ্রিয়তা কমে যাবে—এই তাঁদের শঙ্কা। বিষয়গুলো তাই লুকিয়ে রাখেন তাঁরা। অভিনেতা জিয়াউল রোশান মনে হয় ব্যতিক্রম। নিজের প্রেম নিয়ে কোনো লুকোছাপা তাঁর মধ্যে নেই। এই যেমন সোমবার নিজের ফেসবুক ওয়ালে প্রেমিকার সঙ্গে ছবি পোস্ট করলেন রোশান।
রোশান বলেন, ‘বছরে এক–দুইটা ফেসবুক স্টোরিতে দিলেও ফেসবুক ওয়ালে কখনো দুজনের ছবি আপ করা হয় না। আজ আমাদের প্রেমের বয়স তিন বছর পূর্ণ হলো। এই বিশেষ দিনটিকে স্মরণ রাখতেই দুজনের এই ছবিটি পোস্ট করেছি।’
ছবিটি আপ করে রোশান স্ট্যাটাসে লিখেছেন, ‘আরও এক বছর হয়ে গেল…কখনো পরিবর্তন হবে না…।’ ছবিতে লাইক দিয়ে অনেক ভক্ত দুজনকে জন্য শুভকামনা জানিয়েছেন। এক ভক্ত লিখেছেন, ‘দুজনকে দেখতে চমৎকার লাগছে।’ আরেকজন লিখেছেন, ‘সেরা জুটি!’ আরেক ভক্ত লিখেছেন, ‘খুব সুন্দর। সব সময় ভালোবাসি আপনাকে।’
এ বিষয়ে এই অভিনেতা বলেন, ‘প্রেম লুকিয়ে রাখতে হবে—এটি আমি পছন্দ করি না। অনেক তারকাই ভক্তদের কথা মাথায় রেখে এসব গোপন রাখেন। আমি এতে বিশ্বাসী নই। ভক্তরা আমার কাজ দেখে আমাকে ভালোবাসবে, আমার ব্যক্তিজীবন দেখে নয়।’
রোশানের প্রেমিকা তাহসিন এশা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে লেখাপড়া করেন। রোশান জানান, দুজনের সম্পর্কের বিষয়টি দুই পরিবারই জানে।
রোশানের কথা, ‘আমাদের দুজনের সম্পর্ক নিয়ে দুই পরিবারের কারওই কোনো আপত্তি নেই।’কবে বিয়ে করবেন? জানতে চাইলে রোশন বলেন, ‘দুই বছরের মধ্যেই বিয়ে করব।’
করোনার মধ্যেই তিনটি ছবির শুটিং শেষ করলেন রোশান। ছবি তিনটি হলো ‘চোখ’, ‘আশীর্বাদ’ ও ‘মুখোশ’। বর্তমানে ‘রিভেঞ্জ’ নামে আরেকটি ছবির শুটিং চলছে।
রোশান বলেন, ‘১২ জুন থেকে “রিভেঞ্জ” ছবির শুটিং শুরু হয়েছে। টানা ২৫ দিন শুটিং করে ছবির কাজ শেষ করা হবে।’ এ ছবিতে রোশানের বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলী।
সুত্র : প্রথম আলো
Leave a Reply