বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০১:২২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :
কর্মহীন ও নিম্ন আয়ের মানুষদের সহায়তায় রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ময়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের আহ্বানে সাড়া দিয়ে ত্রাণ তহবিলে বাংলাদেশ লাইভস্টক সোসাইটি ডিম এবং এনআরবিসি ব্যাংক ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) দিয়েছে। মঙ্গলবার (০৫ মে) বিকেলে নগর ভবনে মেয়রের নিকট ১৫৬০টি ডিম হস্তান্তর করেন বাংলাদেশ লাইভস্টক সোসাইটির সভাপতি প্রফেসর ড. জালাল উদ্দিন সরদার ও সাধারণ সম্পাদক ড. মোঃ হেমায়েতুল ইসলাম এবং ১৫০টি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) তুলে দেন এনআরবিসি ব্যাংক রাজশাহী শাখার ব্যবস্থাপক মোঃ নুরুল হাবিব।
এ সময় করোনা পরিস্থিতিতে কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের সহায়তায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় লাইভস্টক সোসাইটিকে এবং করোনা মোকাবেলা ও পরিচ্ছন্নকাজে নিয়োজিত ব্যক্তিদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী দেওয়ায় এনআরবিসি ব্যাংক কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানান মেয়র।
এসময় জেলা সমাজসেবা অফিসের সহকারী পরিচালক ড. আব্দুল্লাহ আল ফিরোজ, লাইভস্টক সোসাইটির সহ-সভাপতি এনামুল হক, কোষাধ্যক্ষ ইসমাঈল হক ও সাংগঠনিক সম্পাদক ডা. রিয়াজুল ইসলাম এবং এনআরবিসি ব্যাংকের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মেয়রকে ডিম প্রদানকালে লাইভস্টক সোসাইটির নেতৃবৃন্দ বলেন, করোনা পরিস্থিতিতে খামারীরা ডিম বিক্রি করতে পারছেন না। তাদের উৎসাহিত করতে আমরা ডিম দিয়েছি। বর্তমানে পরিস্থিতিতে যেকোন মানুষের পুষ্টিকর খাবার খাওয়া প্রয়োজন। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য প্রাণীজ আমিষ হিসেবে ডিম অতুলনীয়।
Leave a Reply