বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ১২:১৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে একদিনে আরো ১৫ জনের মৃত্যু হয়েছে। মৃত ১৫ জনের মধ্যে পজিটিভ ৫ জন করোনা উপসর্গ নিয়ে ৪ জন এবং নেগেটিভ হয় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও ২ জন। গতকাল বৃহস্পতিবার থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত এ মৃত্যুর ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী সাংবাদিকদের জানান, হাসপাতালে ৪শত ৫৪ টি শয্যার বিপরীতে শুক্রবার সকাল পর্যন্ত রোগী ভর্তি আছে ৪শত ৯৮ জন। আগের দিন বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনায় ইউনিটে রোগী ভর্তি ছিল ৫শত ৭ জন। তার আগের দিন বুধবার সকাল পর্যন্ত ভর্তি ছিল ৫শত জন। ফলে রাজশাহী হাসপাতালে করোনা ইউনিটের একদিন রোগী একটু কমছে তো পরের দিন আবার বাড়ছে। চলতি মাসে এনিয়ে করোনা ইউনিট এ রোগীর মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২শত ৭০ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া ১৫ জনের মধ্যে রাজশাহীর ১০, নাটোরের ২, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, মেহেরপুর ও নওগাঁর একজন করে আছেন। করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে রোগীদের ভর্তি ও সংক্রমণের বিষয়ে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৬১ জন।
Leave a Reply