মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১১:১৯ পূর্বাহ্ন
রাজশাহী করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন এক যুবকের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ওই যুবককে সংক্রমক ব্যাধি হাসপাতালে স্থাপিত করোনা ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া চলছিলো। আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে সে মারা যায়।ওই যুবকের বাড়ি নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর গ্রামের।হাসপাতাল সূত্রে জানা গেছে, জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে নিয়ে শুক্রবার দুপুর ১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আসে। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক করোনা সন্দেহ তাকে তাৎক্ষনিক ভাবে আইডি হাসপাতালের করোনা ওয়ার্ডে পাঠায়। আইডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান।স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম সঞ্জয় জানান, গত ৫-৬ দিন থেকে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে আক্রান্ত ছিল। এ অবস্থায় বৃহস্পতিবার তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি হয়। শুক্রবার চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। শুক্রবার ১টার দিকে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থা সে মারা যায়।রামেক হাসপাতালের করোনা নির্ণয় ও চিকিৎসক টিমের প্রধান ডা. আজিজুল হক আজাদ বলেন, করোনা উপসর্গ থাকায় তাকে সংক্রমক ব্যাধি হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। এছাড়াও তার শরীরে পক্স ছিল। করোনা পরীক্ষার নমুনা সংগ্রহের আগেই তিনি মারা যান। তবে সকালে তার মরদেহ থেকে নমুনা সংগ্রহ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বাস্থ্য বিধি মেনে তার লাশ দাফন করতে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান তিনি।215People Reached12EngagementsBoost Post
77LikeComment
Share
Leave a Reply