বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ১২:৪৫ পূর্বাহ্ন
০৫ অক্টোবর ২০২০ এ আরোও একটি নতুন DANCE OVER নির্মান করলেন নকিব মিক্স। রাজশাহীতে একটির পর একটি চমৎকার চমৎকার DANCE COVER বানিয়ে যাচ্ছেন তিনি। নতুন করে Dance এর আধিপত্য করে নতুন সমাজের কাছে নতুন রুপ দান করে তরুন-দের মাঝে তিনি খুব অল্প সময়ে সবার মনে বিস্তার লাভ করেন।
নকিব মিক্স তার শেষ DANCE COVER নির্মান করলেন রাজশাহীর জনপ্রিয় AMIGOS রেস্টুরেন্ট এ গত ০৫ অক্টোবরে। এই চমৎকার DANCE COVER এ মডেল হিসাবে কাজ করেন তরুন মডেল সনি খান এবং প্রমি এলাহি । নাচটির Style and Fashion Designer হিসেবে কজা করেছেন Md. Momin Chowdhury. নাচটির CHOREOGRAPHY করেছেন নকিব মিক্স।
এর আগেও ঢাকা, রাজশাহী, কক্সবাজারসহ বিভিন্ন লোকেশন এ DANCE নিয়ে কাজ করেছেন এবং আগামীতে আরও বেশকিছু কাজ নিয়ে ভাবছেন এবং রাজশাহীতে আরোও নতুন কিছু নিয়ে সামনে আসবেন বলেছেন নকিব মিক্স।
কোরিওগ্রাফার নকিব মিক্স AMIGOS এর রায়হান পারভেজ সম্পর্কে বলেন, রায়হান পারভেজ অনেক উদার মনের মানুষ। বড় ভাই হিসেবে রায়হান পারভেজকে কাছে পেয়ে অনেক আনন্দিত। রায়হান পারভেজ কে অসংখ্য ধন্যবাদ জনিয়েছেন কোরিওগ্রাফার নকিব মিক্স।
Leave a Reply