মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫২ অপরাহ্ন
উত্তরবঙ্গ ডেস্ক:
রাজশাহী মহানগরীর ২৪টি পেশাজীবী সংগঠন মোট ২৪ লাখ টাকার অনুদান পেল। রাজশাহীর সদর আসনের (রাজশাহী-২) সংসদ সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এ অনুদান প্রদান করেন।
বুধবার দুপুর ১২টার দিকে রাজশহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টস্থ নিজের সংসদীয় কার্যালয় থেকে অনুদানের চেক বিতরণ করেন তিনি।
করোনাভাইরাস পরিস্থিতিতে সংগঠনের সদস্যরা বেকায়দায় পড়ায় নন-এমপিও শিক্ষক সমিতি, বস্ত্র দোকান কর্মচারী সমিতি, সেলুন কর্মচারী ইউনিয়ন, কার্পেন্টার শ্রমিক ইউনিয়ন, মহিলা পরিষদ, রাজশাহী মহানগর কলেজ শিক্ষক সমিতি, দোকান কর্মচারী সমিতিসহ মোট ২৪টি সংগঠনের প্রতিটিকে এক লাখ টাকার করে চেক দেয়া হয়।
রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য হিসেবে পাওয়া সরকারি বরাদ্দ থেকে এসব অনুদান দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।
চেক বিতরণের সময় নগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, সম্পাদকমণ্ডলির সদস্য মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদসহ দলটির অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সূত্র : সাহেব-বাজার টুয়েন্টিফোর ডটকম
Leave a Reply