বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০১:৩৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
স্বাস্থ্যবিধি ও নিরাপদ সামাজিক দূরত্ব মেনে চলতে রাজশাহীর বিভিন্ন বিপনীবিতানে সচেতনতামূলক প্রচারাভিযান পরিচালনা করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) রাজশাহী জেলা শাখা। “উৎসবের আগে জীবন বড়” এ স্লোগানে জনগণকে সচেতন করে তোলার লক্ষে সংগঠনটি এ কর্মসূচি পালন করে।
প্রাণঘাতক বিশ্ব মহামারী করোনাভাইরাস থেকে নিজে, আপনজন ও দেশকে রক্ষা করতে স্বাস্থ্যবিধি ও নিরাপদ সামাজিক দূরত্ব মেনে চলে করোনা ভাইরাসের ঝুঁকি মোকাবেলা করতে সকলকে আহবান জানিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা) রাজশাহী জেলা শাখা।
সচেতনতা কর্মসূচীর অংশ হিসাবে গত ১৬ মে শনিবার সকালে রাজশাহী মহানগরীর সাহেববাজার, মনিচত্বর, গণকপাড়া, তালাইমারীর বিপনী বিতানসহ বিভিন্ন জনবহুল গুরুত্বপূর্ণ পয়েন্টে ও সড়কে প্রচারাভিযান করে নিসচা রাজশাহী জেলা শাখা। এসময় সংগঠনটি এ আহবান জানায়।
প্রচারাভিযানে অংশগ্রহণ করেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যাড. তৌফিক আহসান টিটু, সহ-সভাপতি ওয়ালিউর রহমান বাবু ও কার্যনির্বাহী সদস্য অধ্যক্ষ সিরাজুল ইসলাম প্রমুখ।
সংগঠনের পক্ষ থেকে “উৎসবের আগে জীবন বড়” এই স্লোগানকে ধারণ করে সকলকে ঐক্যবদ্ধভাবে এই সংকটময় পরিস্থিতি মোকাবেলা করার জন্য আহবান জানানো হয়।
Leave a Reply