শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০১:১০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
রাজশাহী মহানগরীতে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জনকে গ্রেপতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাত সোয়া ১০টায় নগরীর উপশহর কেন্দ্রীয় ঈদগাহের পার্শ্বে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, নওগাঁ জেলার মান্দা থানার হাটর গ্রামের মোঃ হাফিজুর রহমানের ছেলে মোঃ ওবাইদুর রহমান বুলবুল (৩৭) ও রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার উপ-শহর ১ নং সেক্টরের মৃত ওবাইদুল্লাহর ছেলে মোঃ সাইফুর রহমান তুষার (২৪)। আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বুধবার (১৪ জুলাই) রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বোয়ালিয়া থানার উপশহর কেন্দ্রীয় ঈদগাহের পার্শ্বে দুইজন ব্যক্তি ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম রাতেঘটনাস্থলে পৌঁছে বুলবুল ও তুষারকে গ্রেফতার করে। এসময় তল্লাশী করে তাদের কাছ থেকে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Leave a Reply