মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১০:১৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে সাংবাদিকতা অনেক প্রসারিত হয়েছে। তবে, পুরুষের তুলনায় নারীদের অংশগ্রহণ নিতান্তই কম। মাঠে ঘাটে সংবাদ সংগ্রহের চ্যালেঞ্জিং পেশায় সাহস নিয়ে আসলেও নানা বাধার মুখে কেউ কেউ টিকতে পারেননি। নারী সাংবাদিকতায় অনুপ্রেরণা যোগাতে। ড্রিম মেকিং প্রোডাকশনের ব্যানারে নির্মিত হয়েছে নারী সাংবাদিকতার প্রতিবন্ধকতা গল্প নিয়ে ‘পাওয়ার অফ উইমেন’।
গত মঙ্গলবার (৩০ মে) রাজশাহী পদ্মা পাড় লালন শাহ মঞ্চে (মুক্তমঞ্চ) স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রদর্শিত হয়। রাজশাহীর প্রোডাকশন হাউজ, নির্মাতা ও একঝাঁক নতুন এবং পুরাতন শিল্পীদের সমন্বয়ে নির্মাণ করা হয়েছে।
স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রদর্শনের সময় উপস্থিত ছিলেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, রাজশাহী ফিল্ম সোসাইটির সভাপতি আহসান কবির লিটন, আরটিভি’র রাজশাহী প্রতিনিধি মুস্তাফিজ রকি, যমুনা টেলিভিশন’র প্রতিনিধি তারেক মাহমুদ, বাংলার জনপদের যুগ্ম বার্তা সম্পাদক ও রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, জ্যৈষ্ঠ প্রতিবেদক ও নারী সাংবাদিক মাসুমা ইসলাম, ঢাকা রিপোর্টের রাজশাহী প্রতিবেদক ও নারী সাংবাদিক আফসানা মিমি, মোঃ মাহমুদ হাসান মাসুদ, সাধারণ সম্পাদক ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি, রাজশাহী ও চলচ্চিত্র নির্মাতা শাহারিয়ার চয়ন। সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। উপস্থাপনা করেছেন মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু।
‘পাওয়ার অফ উইমেন’ গল্পটি নির্মাণ করা হয়েছে নারী সাংবাদিকতার প্রতিবন্ধকতা নিয়ে। গল্পটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনয় শিল্পী মাহিরা হাসান, কারাগার ওয়েব সিরিজের অভিনেতা তাওফিক সোহেল, মায়ের চরিত্রে ছিলেন সাবেরা ইয়াসমিন শিমা, মাহমুদ হাসান মাসুদ,মোমিন চৌধুরী ও উত্তরাঞ্চলের নাট্য অভিনেতারা।
গল্পটি রচনা ও পরিচালনা করেছেন উদীয়মান চলচ্চিত্র নির্মাতা এএইচ রাজীব, সিনেমাটোগ্রাফি করেছেন শাহারিয়ার চয়ন।
গল্পটি নিয়ে নির্মাতা এ এইচ রাজীব বলেন, নারী সাংবাদিকদের প্রতি আমাদের সমাজের একটা বড় ধরণের অনীহা এখনো আছে, আমি এই গল্পটিতে সেটিই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমাদের এই উত্তরবঙ্গে ভাল কাজ উপহার দেওয়ার মতো অনেক শিল্পী ও নির্মাতা রয়েছেন। শুধু তাঁদের পৃষ্ঠপোষকতার অভাবে এক সময় তাঁদের অনিহা চলে আসে এবং কাজ ছেড়ে দেয়। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ বিষয়টি নিয়ে কাজ করা উচিত।
ড্রিম মেকিং প্রোডাকশনের সভাপতি শাহারিয়ার চয়ন বলেন।
নারী সাংবাদিকতায় আসার জন্য সর্বপ্রথম পরিবার থেকে সমর্থন দিতে হবে এবং আমাদের সমাজে যে প্রতিবন্ধকতা ও অসঙ্গতি আছে তা আমরা আমাদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি যেন তা দেখে উপলব্ধি করতে পারে এবং নারীদের পাশে থাকার মনোভাব প্রকাশ করে।
Leave a Reply