সোমবার, ২৯ মে ২০২৩, ০৪:৪২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :
ইফতারির আগমুহূর্তে রাজশাহী মহানগরীতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। নগরীর আহমদপুর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে পুলিশের উপস্থিতিতেই দু’পুক্ষের মধ্যে ইটপাটকেল ছুড়াছুড়ি চলতে থাকে। ফলে পুলিশ সদস্যার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়েও পিছু হটতে বাধ্য হন।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে রাজশাহী মহানগরীর পদ্মার তীরবর্তী পঞ্চবটি আহমদপুর এলাকায় সংঘটিত এ সংঘর্ষে বেশ কয়েক জন আহত হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি তদন্ত মাহবুব হোসেন বলেন, শিশুদের মধ্যে খেলাকে কেন্দ্র করে নগরীর পঞ্চবটি আহমদপুর এলাকায় দু’পক্ষের মধ্যে বিবাদের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে এতে কেউ আহত হয়েছে কিনা এ বিষয়ে তিনি জানেন না।
সূত্র: সিল্কসিটি নিউজ
Leave a Reply