সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০১:৫০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে তাস ও নগদ টাকাসহ ৪ জুয়াড়িকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।মঙ্গলবার(১৩ জুলাই) রাত ১১টায় রাজপাড়া থানাধীন হেলেনাবাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার রাজপাড়া গ্রামের মো. হায়দার আলীর ছেলে মো. ইয়াসির আরাফাত হিমেল (২৭), মো.নুরুলের ছেলে মো. শহিদুল (২২), মৃত শহিদুলের ছেলে মো. নাসির (৩২) ও কোর্ট বুলনপুর গ্রামের মো. নাসিমের ছেলে মো. সাজন (২৭)। সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, মঙ্গলবার রাত ১১টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধায়নে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. আব্দুল্লাহ আল মাসুদ এর নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে হেলেনাবাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অভিযান চালায়। এ সময় জুয়া খেলা অবস্থায় ৪ জনকে গ্রেফতার করা হয়। এ সময় আসামীদের দখল হতে তাস ও নগদ অর্থ উদ্ধার। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
Leave a Reply