রবিবার, ২৬ মার্চ ২০২৩, ১২:৪৩ অপরাহ্ন
অনলাইন ডেস্ক:
রাজশাহীতে কোভিড-১৯ বা নোভেল করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাতে তারা মারা যান।
মৃত দুইজন হলেন- রাজশাহী মহানগরীর আমবাগান এলাকার ইসরাইল হোসেনের ছেলে সাইদুর রহমান (৪৫) এবং শিরোইল কলোনী বড় মসজিদ এলাকার মৃত আবদুল গফুরের ছেলে সিয়ামুল হক (৬০)।
রাজশাহী মেডিকেল হাসপাতাল সূত্রে জানা গেছে, সাইদুর রহমান হাসপাতালের ৩৯ এবং সিয়ামুল হক ২৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছিলেন। কোভিড-১৯ বা নোভেল করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে সাইদুর ভর্তি হয়েছিলেন শনিবার। আর একই কারণে আগের দিন শুক্রবার ভর্তি হয়েছিলেন সিয়ামুল।
শনিবার দিবাগত রাতে দুইজনই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তারা কোভিড-১৯ বা নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কি না তা জানতে মৃতদেহ থেকে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। আর স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের জন্য কোয়ান্টাম ফাউন্ডেশনকে দায়িত্ব দেয়া হয়েছে।
সূত্র : ইউনিভার্সাল টুয়েন্টিফোর নিউজ
Leave a Reply