সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০১:২০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : করোনাকালীন ক্ষতিগ্রস্থ অসহায়, দারিদ্র ও প্রতিবন্ধী নারীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে উদ্দীপন রাজশাহী জোন। জোনের রাজশাহী নগরীর চারটি শাখা কার্যালয় ও দুইটি উপজেলায় এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১০ টার দিকে নগরীর উপশহর এলাকায় অবস্থিত উদ্দীপনের শাখা কার্যালয়ে ৬৫ জনের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রতিজনকে ১০ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ২ কেজি আলু, ১ কেজি করে পেয়াজ-তেল-লবণ, ১ টি করে হ্যান্ড স্যানিটাইজার-লাক্স সাবান-হুইলসহ ৫ টি করে মাস্ক বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উদ্দীপনের শাখা ব্যবস্থাপক মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উদ্দীপনের আঞ্চলিক ব্যবস্থাপক ইসাহক আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়াসা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মরু আলী, উপশহর পুলিশ ফাঁড়ির এটিএসআই মোনায়েম ।
Leave a Reply