সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০১:৩৮ পূর্বাহ্ন
সাংবাদিকতার প্রতিবন্ধকতার গল্প নিয়ে তৈরি হলো স্বল্পদৈর্ঘ্য
চলচিত্র পাওয়ার অব ওমেন।
সাংবাদিকতা পেশাটাই চ্যালেঞ্জিং। সেখানে নারী
সাংবাদিকতা আরও বেশি চ্যালেঞ্জিং। পাওয়ার অব ওমেন গল্পে
একজন নারী সাংবাদিকের দৈনন্দিন জীবনে যে সকল
প্রতিবন্ধকতার মোকাবেলা করতে হয় এবং তার সকল বাধা উপেক্ষা
করে নিজের কাজ অবিরাম ভাবে চালিয়ে যাওয়ার যে সংগ্রাম
সেটিই গল্পে তুলে ধরা হয়েছে।
চলচিত্রটির নাম ভূমিকায় অভিনয় করেছে মাহিরা হাসান। আরও অভিনয় করেছে
সোহেল তৌফিক, সাবেরা ইয়াসমীন সিমা, শাহীন আলী, তারেক
মাহমুুদ এছাড়াও আরও অনেকেই। সিনেমাটোগ্রাফি ও মূল ভাবনায় আছেন
শাহারিয়ার চয়ন। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পাওয়ার অব ওমেন এর পরিচালনা
করেছে এ. এইচ রাজীব এবং প্রধান সহকারী পরিচালক জিসান
আহমেদ। চলচ্চিত্রটি প্রযোজনা করেছে ড্রিম মেকিং প্রোডাকশন। পাওয়ার অব
ওমেন সম্পর্কে মাহিরা হাসান বলেন, “পাওয়ার অব ওমেন স্বল্পদৈর্ঘ্য
চলচ্চিত্রটি আমার দ্বীতীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। সকল অভিনয় শিল্পীরা
আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন। সামনে ড্রিম মেকিং প্রোডাকশনের ব্যানারে আরও
একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অভিনয় করার জন্য কথা হয়েছে। আপনারা আমার পাশে
থাকলে আমি ভালো ভালো কাজ আপনাদের উপহার দিতে পারব। সবার কাছে দোয়া চাচ্ছি
ভালো কিছু করতে চাই”।
রাজশাহীর বিভিন্ন মনোরম স্খানে চলচিত্রটির চিত্রায়ন করা
হয়েছে।
কোন প্লাটফর্মে মুক্তি পাবে প্রশ্নে রাজশাহীর উদীয়মান তরুণ চলচ্চিত্র নির্মাতা
শাহারিয়ার চয়ন সাংবাদিকদের বলেন, সামনে দেশ ও দেশের বাইরে বেশকিছু ফিল্ম
ফেস্টিভ্যাল রয়েছে। চলচ্চিত্রটি এগুলোতে সাবমিট করা হবে। ফিল্ম ফেস্টিভ্যালে
অংশগ্রহণ শেষ হলে এর পরপরই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি ড্রিম মেকিং
প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হবে।
Leave a Reply