রবিবার, ২৬ মার্চ ২০২৩, ১১:৫৪ পূর্বাহ্ন
রাজশাহীতে জিরো পয়েন্ট ও আশে পাশের এলাকায় বেশ কড়াকড়ি ভাবে লক ডাউন পালিত হচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান, দোকান পাট সব বন্ধ থাকায় এই এলাকার রাস্তার কুকুরগুলো খাদ্য সংকটে ছিল। Rajshahi Animal Welfare Society (RAWS) এর পক্ষ থেকে আজ জিরো পয়েন্ট ও আসেপাশের এলাকার কুকুরদের মাঝে রান্না খাবার দেওয়া হয়েছে।
এই সময় উপস্থিত ছিলেন সম্রাট, রাকেশ রক্তিম, তামিম, অর্পন, আদিত্য সহ সকল সেচ্ছাসেবী ।
তারা বলেন এই মহামারীতে যেন কুকুরগুলো ঠিক মত খেতে পাই তাই এই খাদ্য বিতরনের কাজটি করছি।
Leave a Reply