বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ১২:১০ পূর্বাহ্ন
আশা দাওনি গানটির গীতিকার মৌ মধুবন্তী,সুর ও সংগীত,মাকসুমুল হুদা বাড্ডু,
কন্ঠ শিল্পী পারমিতা হক কঙ্কণ,
লেবেল অহর্নিশ অডিও।অভিনয় করেছেন মৌ মধুবন্তী।চিত্রগ্রহণ ও সম্পাদনা করেছেন শাহারিয়ার চয়ন। ভিডিওটি নির্মাণ করা হয়েছে ড্রিম মেকিং প্রোডাকশনের ব্যানারে ।
পরিচালক শাহারিয়ার চয়নের সাথে কথা বলতে গিয়ে জানা যায়,
গানের গীতিকার গানে নিজেই অভিনয় করেছেন, বাড়ি বাংলাদেশে তবে দীর্ঘদিন ধরে কানাডায় বসবাস করেন।গানের শুটিং এর জন্য কথা হলে গীতিকার রাজশাহীতে শুটিং করার জন্য লোকেশন পছন্দ করেন।
রাজশাহীর বিভিন্ন মনোরম পরিবেশ ও বিভিন্ন লোকেশনে গানটির শুটিং করা হয়
গীতিকার মৌ মধুবন্তী বলেন
শাহারিয়ার চয়নের সাথে আমার প্রথম কাজ । শুটিংয়ের সময় আমরা ঘুরেফিরে ইনজয় করে কাজটি শেষ করেছি আশা করি কাজটি সবার অনেক ভালো লাগবে। আরেকটি কাজ নিয়ে শাহারিয়ার চয়নের সাথে কথা হচ্ছে আপনারা খুব তাড়াতাড়ি জানতে পারবেন ।
আশা দাওনি গানটি দেখতে হলে চোখ রাখুন অহর্নিশ অডিও ও ড্রিমিং মেকিং প্রোডাকশন এর ইউটিউব চ্যানেলে।
Leave a Reply