মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৫ অপরাহ্ন
এবার ১৮ আগস্ট নিজের জন্মদিনে ‘আগন্তুক’ শিরোনামের একটি গান প্রকাশ করে সবাইকে চমকে দিয়েছেন নিথর মাহবুব। গানের ভিডিওটি প্রকাশের পর থেকেই প্রশংসায় ভাসছেন এই স্বতন্ত্র বৈশিষ্ট্যের শিল্পী।
নিথর মাহবুব বহুমুখী প্রতিভার অধিকারী; এই শিল্পী নামের মতোই কাজেও সবার চেয়ে আলাদা। ব্যতিক্রম এবং নান্দনিক কাজের গুণে তিনি দেশীয় শিল্প-সাংস্কৃতিক অঙ্গনে তৈরি করে নিয়েছেন স্বতন্ত্র অবস্থান। বিশেষ করে তার সৃষ্টিশীল কাজের নৈপুণ্যে বাংলাদেশের মূকাভিনয় শিল্পে প্রাণ সঞ্চার করে পরিণত হয়েছেন নন্দিত এক শিল্পীতে। সবচেয়ে মজার বিষয় ‘আগন্তুক’ গানের ভিডিওটির কথা, সুর, কণ্ঠ, চিত্রনাট্য, ভিডিও চিত্রধারণ, সম্পাদনা, পরিচালনাসহ প্রায় সবকিছুই নিথর মাহবুবের নিজের করা। আর এই গানের কথা সুর ভিডিওতেও ফুটে উঠেছে তার স্বতন্ত্র বৈশিষ্ট্যের ছোঁয়া।
ব্যতিক্রমী কথামালার জীবনমুখী এই গানটির ভিডিও ‘নিথর মিউজিক’ নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। গানটির সঙ্গীতায়োজন করেছেন শাইলু শাহ্, মিউজিক করেছেন টফি রেনার। ভিডিওতে মডেল হয়েছেন ফয়সাল মাহমুদ ও গুঞ্জন।
এ প্রসঙ্গে নিথর মাহবুব বলেন, ইতোমধ্যে অনেকেই গানটির প্রশংসা করেছেন। অনেক স্বপ্ন নিয়ে একসময় দূর-দূরান্ত থেকে শহরে আসেন তরুণরা। কেমন কাটে তাদের শহরের প্রথম দিকের দিনগুলো? তারই প্রতিচ্ছবি এই গানের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আমি বিশ্বাস করি ‘আগন্তুক’ একবার যে শুনবে তার ভালো না লাগার কোনো কারণ নেই। আমার নিজের চোখে দেখা সমাজের নানা দিক গানের কথা ও ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। আমার ওস্তাদরা আমাকে অনেক বলতেন গানে মনোযোগী হতে, বলতেন গানে আমি ভালো করব। কিন্তু আমি সবসময় নাটক নিয়েই মগ্ন ছিলাম।
Leave a Reply