সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১২:০১ পূর্বাহ্ন
রাজশাহী এনিমেল ওয়েলফেয়ার সোসাইটির সার্বিক সহযোগিতায়, ভেটরনারি স্টুডেন্ট এসোসিয়েশন এর আয়োজনে আজ বিশ্ব জলাতঙ্ক দিবস পালন করা হয়। বিশ্ব জলাতঙ্ক দিবস ২৮/০৯/২০২১ তারিখ ছিল, কিন্তু ০১ লা অক্টোবর তা পালন করা হয়েছে। আজ ৬০+ প্রাণিকে জলাতঙ্ক ভ্যাক্সিন বিনামুল্যে দেওয়া হয়েছে। আর ও ৩০+প্রানিকে বিভিন্ন চিকিৎসা ও ক্যালসিয়াম, জিংক, লিভার টনিক ও ক্রিমির ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়েছে।
রাজশাহী এনিমেল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি জুবায়ের সরকার রুশো, সহ-সভাপতি শাকিল আহমেদ, সাধারন সম্পাদক মাধুর্য জাভির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রাজশাহী ভেটেরিনারি স্টুডেন্ট’স এসোসিয়েশন এর পক্ষ হতে উপস্থিত ছিলেন ভেট ডাঃ শফিউল ইসলাম সাহিন, সাইফ নূর ইসলাম, আলাউল হক, শাম্মাম আরাফাত প্রমুখ। রাজশাহী এনিমেল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি জুবায়ের সরকার রুশো বলেন, “ভবিষ্যতে এ ধরনের ক্যাম্পেইন আরো বড় পরিসরে করবার পরিকল্পনা আছে, সমাজের সব শ্রেণির মানুষকে প্রানীদের সেবায় এগিয়ে আসতে হবে।” এসময় তিনি প্রানীদের প্রতি মানবিক আচরণ করতে সকলকে আহবান জানান।
Leave a Reply