বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ১২:৪৬ পূর্বাহ্ন
৬ষষ্ঠ নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হতে যাচ্ছে আগামী ১৬-২০ মার্চ পর্যন্ত। দক্ষিণ এশিয়ার অন্যতম চচলচ্চিত্র উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে একমাত্র চলচ্চিত্র হিসেবে সিলেকশন পেয়েছে জীবন শাহাদাৎ এর পরিচালনায় চলচ্চিত্র নেমপ্লেট। নেপালের রাজধানী কাঠমান্ডুতে শুরু হতে যাওয়া উৎসবে উদ্ভোধনী চলচ্চিত্র হিসেবে আমেরিকান চলচ্চিত্র প্রদর্শনীর পর ২য় দিন ১৭ মার্চ থেকে মূল প্রদর্শনী শুরু হবে, যার শুরু হবে বাংলাদেশের চলচ্চিত্র নেমপ্লেট প্রদর্শনীর মাধ্যমে। এ প্রসঙ্গে নির্মাতা জীবন শাহাদাৎ বলেনঃ “হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ১৭ই মার্চ, বাংলাদেশের এই ঐতিহাসিক আনন্দঘন দিনে বিদেশের মাটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সৌভাগ্য অর্জন করেছি জেনে আনন্দিত ও গর্বিত”।
কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী দময়ন্তী ভদ্রর তোলা ফটোগ্রাফি থেকে অনুপ্রাণিত হয়ে জীবন শাহাদাৎ এর গল্প, চিত্রনাট্য সংলাপ ও পরিচালনায় নির্মিত চলচ্চিত্রটির গল্পে উঠে আসে একেকটা বাড়ির নামকরণের পেছনের আবেগ, অনুভূতি ও স্মৃতিবিজড়িত প্রাসঙ্গিকতা। শাহারিয়ার চয়নের সিনেমাটোগ্রাফিতে এতে অভিনয়ে মাহিরা হাসান, সাবেরি ইয়াসমিন, তাজুল ইসলাম, সাজু আহমেদ প্রমুখ। ব্যাকগ্রাউন্ড কন্ঠ দিয়েছেন কলকাতার সংঘমিত্রা সাক্সেনা, প্রযোজনায় ড্রিম মেকিং প্রোডাকশন। চলচ্চিত্রে ব্যাবহৃত রবীন্দ্র সংগীতে গেয়েছেন শিল্পী অরুণা সরকার। উল্লেখ্য, চলচ্চিত্রটি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়।
Leave a Reply