বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ১২:৩২ পূর্বাহ্ন
রাজশাহীতে উপ-প্রকৌশলী ওপর হামলা রাজশাহী গণপূর্ত প্রকৌশলী কে পিটিয়ে রক্তাক্ত করেছেন ঠিকাদার ও তার সহযোগীরা। আহত অবস্থায় প্রকৌশলীকে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সোমবার (১৭ আগস্ট/ বেলা ১২ টায় গণপূর্ত বিভাগ-২ নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ ঘটনা ঘটে। আহত উপ-সহকারি প্রকৌশলী দেলোয়ার হোসেন জানান,পুঠিয়ার ভূমি উন্নয়ন অফিসের কাজ চলছে। গণপূর্ত অধিদপ্তরের আওতায় এই কাজটি পান নগরের লিটন এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান তবে কাজটি করতে গিয়ে লিটন নানা অনিয়মের আশ্রয় নেয়। পাশাপাশি নিম্নমানের মালামাল সরবরাহ করেন। এ কারণে নিম্নমানের মালামালগুলো তাকে সরিয়ে নিতে বলা হয় এতে ক্ষিপ্ত হয়ে লিটন এবং তার সহযোগীকে নিয়ে আজ বেলা ১২ টার দিকে অফিসে এসে আমার ওপর চড়াও হন এবং মারধর করেন এ সময় অফিসের বিভিন্ন জিনিসপত্র তছনছ করে লিটন ও তার সহযোগীরা। পরে পুলিশ গিয়ে তাদের আটক করেন। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রাইভেট সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফেডারেশন বাংলাদেশ রাজশাহী জেলা সভাপতি নূর-এ-সায়েম এবং সাধারণ সম্পাদক জিহাদ হোসেন এবং অন্যান্য সদস্যবৃন্দ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দেলোয়ার হোসেনের সাথে দেখা করার পরে নূরে-এ-সায়েম আরো বলেন প্রকৌশলীদের সাথে আমরা আছি এবং ভবিষ্যতেও থাকবো । প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা শীঘ্রই এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।
Leave a Reply