রবিবার, ২৬ মার্চ ২০২৩, ১২:০৬ অপরাহ্ন
শ্রুতি খান
নোভেল করনা কভিড -19 এ সাথে আছে কত শত করুনা।
যাকে সে ধরে কাউকে সে ছাড়ে না চারদিক ছুয়ে বলে মরনা।
করনা এসে বলে মানুষ তোমরা মরার আগে কিন্তু মুটেও
হেরোনা।
কি ভেবেছিলে, প্রকৃতি তোমাদের একার ছিলো কি তবে?
খাবে কুকুর বিড়াল জোক শুকর বাদর কারোর বাঁধাই মানোনা
পৃথিবীর সকল প্রাণীর প্রাণ আছে, আছে ক্ষিদা কষ্ট সুখের
বেদনা
নিজেদের কষ্ট টা তাদের কষ্ট দিয়ে কেনো কখনো পরিমাপ করোনা?
গাছটাও যেখানে অক্সিজেন দিয়ে যায় তাকে মারতেও ভুলনা।
যে প্রাণী টা একটু আদরে প্রভুর মতন তোমাদের দিয়ে থাকে পাহাড়া।
বেঈমান জাতের মতন বলো তোমরাই সেরা জীব স্বভাবটা যেনো ছাড়োনা।
যাকে নিয়ে বাঁচো প্রাণের উৎস জানো সেসবই কেনো মন দিয়ে খুঁজনা!
ভেবেছো কি প্রকৃতির খেয়ে পরে বাতাসের সাথেও করবে
ছলনা?
চারদিকে এতো দূষন আকাশে বাতাসে শব্দে, বিপদ কি ডেকে আনোনা?
আসলে সব দোষ এখন কেনো হবে শুধুই নিরীহ এই করনার?
তোমরা যে যাই বলো ভাই, এসকল কিছুতেই আছে প্রকৃতির অভিষাপ।।
এবার দিতেই হবে কত শতকোটি প্রাণের বেহিসেবী জবাব যতই দাও বাহানা।
Leave a Reply