সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০১:৩৫ পূর্বাহ্ন
সময়টা ২০২০, এ বছর আমাদের জীবন থেকে যেমন অনেক কিছুই চলে গেছে! আবার দিয়েও গেছে অনেক কিছু! এমনই সময় এবার পূজোয় অভিষেক চৌধুরি ফিল্মস এর পরের প্রোযোজনায় আসছে একটি প্রেমের গল্প ও গান! গানটি গেয়েছেন ও বানিয়েছেন অরিত্র ব্যনার্জি।
দেবতনু- শুভস্মিতা জুটিকে প্রথমবার একসাথে দেখার অপেক্ষায় রয়েছে অনেকেই! অভিষেকের মতে “এবার এমন মন মরা পূজোয় একটু আলাদা কিছু করতে চাইছিলাম! এক মন্ডপে আমার চোখে পরল এমনই এক ঘটনা আর চট করে আমার দেবতনু- শুভস্মিতার কথা মাথায় এল! মিস্টি প্রেমের একটা গল্প বলছি, বাকিটা সবাই বলবে!” অরিত্র বলছে “অভিষেক গল্পটা বানাতে চায় জানাতেই এই গানটা মাথায় এল! গেয়ে ফেল্লাম! আশা করি সবার ভালো লাগবে!” ওদিকে দেবতনু- শুভস্মিতা দুজনের এক মত! “ আমরা কিছু বলব না! প্রেমটা জমল কিনা? বা কতটা জমাতে পারলাম আমরা তা audience বলবে! আমরা অপেক্ষায় থাকব! অস্টমীর সকালে জানা যাবে”অস্টমীর সকালে “মনের মানুষ” দেখা যাবে অভিষেক চৌধুরি ফিল্মসের এর ইউটিউব চ্যানেলে এ!
মনের মানুষ
Leave a Reply