মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১০:৫৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :
দৈনিক সোনালী সংবাদের চিফ রিপোর্টার ও বাংলাদেশ বেতারের রাজশাহী প্রতিনিধি তবিবুর রহমান মাসুম ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (২৮ জুন) সন্ধ্যায় জ্বর ও শ্বাসকষ্টে নগরীর খ্রিষ্টিয়ান মিশন হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ৯টায় তাকে মৃত ঘোষণা করেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জ্বর ও প্রচণ্ড শ্বাসকষ্ট থাকায় তবিবুর রহমান মাসুমকে রোববার সন্ধ্যায় নগরীর খিষ্ট্রিয়ান মিশন হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে মৃত ঘোষণা করা হয়।
গত ১৭ জুন থেকে তিনি জ্বরে ভুগছিলেন। বেশ কয়েকবার শ্বাসকষ্ট অনুভূত হলে তিনি এবং তার স্ত্রী শুক্রবার করোনা টেস্ট করান। তবে রোববার রাতে হাসপাতালের ল্যাব রিপোর্টে তবিবুর রহমান মাসুম ও তার স্ত্রীর করোনা নেগেটিভ আসে বলে জানিয়েন ডা. সাইফুল ফেরদৌস।
সাংবাদিক মাসুম ক্রীড়া লেখক হিসেবে রাজশাহীতে বেশ পরিচিত ছিলেন। তিনি বিভিন্ন সময়ে ক্রীড়া সাংবাদিক হিসেবে সাফ গেমস এশিয়ান গেমস ও অলিম্পিক গেমসও কাভার করেন বিভিন্ন দেশ সফর করে। রাজশাহীর ক্রীড়া লেখক পরিষদের সভাপতিও ছিলেন তিনি। তিনি দীর্ঘ দিন ধরেই সাংবাদিকতা পেশায় নিয়জিত ছিলেন। রাজশাহী সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষের দায়িত্ব পালনও করেন তিনি। তিনি বাংলাদেশ বেতারেও নিয়মিত অনুষ্ঠান পরিচালনা করতেন।
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়রের শোক :
দৈনিক সোনালী সংবাদের প্রধান প্রতিবেদক তবিবুর রহমান মাসুম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র জনাব এএইচএম খায়রুজ্জামান লিটন। আজ এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মেয়র।
সোনালী সংবাদ পরিবারে শোকের ছায়া
সোনালী সংবাদের চিফ রিপোর্টার তবিবুর রহমান মাসুমের অকাল মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে সোনালী সংবাদ অফিসে। দৈনিক সোনালী সম্পাদক মো. লিয়াকতসহ পত্রিকার সাংবাদিক-কর্মকর্তা ও কর্মচারিরা গভীর শোক প্রকাশ করেন। তারা মরহুম চিফ রিপোর্টার মাসুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের শোক
সোনালী সংবাদের চিফ রিপোর্টার তবিবুর রহমান মাসুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন। সংগঠনটির সভাপতি কাজী শাহেদ ও সাধারণ সম্পাদক তানজিমুল হক গভীর শোক প্রকাশ করেছেন। শোক বিবৃতি তারা জানান, মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
উত্তরবঙ্গ টেলিভিশনের শোক :
সোনালী সংবাদের চিফ রিপোর্টার তবিবুর রহমান মাসুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছে উত্তরবঙ্গ টেলিভিশন পরিবার। উত্তরবঙ্গ টেলিভিশন পরিবার মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস’র শোক প্রকাশ:
দৈনিক সোনালী সংবাদের চিফ রিপোর্টার ও বাংলাদেশ বেতারের রাজশাহী প্রতিনিধি তবিবুর রহমান মাসুমের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছে রাজশাহীর তরুণ সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস’র সভাপতি মোঃ শামীউল আলীম শাওন ও সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম আকাশ। শোক বিবৃতি তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
তথ্য সূত্র: সোনালী সংবাদ / সিল্কসিটি নিউজ
Leave a Reply