শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১২:০১ অপরাহ্ন
প্রজন্মের সুপরিচিত নাট্যনির্মাতা সাখাওয়াত মানিক মারা গেছেন। ২৪ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে নিজ বাড়ি পাবনায় ইন্তেকাল করেন তিনি।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ডিরেক্টর গিল্ডের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে হেপাটাইটিস বি রোগে আক্রান্ত ছিলেন মানিক।
অনেকদিন হয় নাটক নির্মাণ থেকেও দূরে ছিলেন তিনি। নিচ্ছিলেন চিকিৎসা। অবশেষে আজ সবাইকে কাঁদিয়ে অকাল মৃত্যুকে বরণ করলেন তিনি।
মানিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ডিরেক্টর’স গিল্ড। শোক বার্তায় বলা হয়েছে, ‘মরহুমের আত্মার শান্তি কামনা করছি এবং ডিরেক্টরস গিল্ডের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’
এছাড়াও সাখাওয়াত মানিকের মৃত্যুতে শোক জানাচ্ছেন ছোট পর্দার তারকারা।
Leave a Reply