সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০১:১৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :
নাগরিকের সহায়তায় সমৃদ্ধ হচ্ছে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ত্রাণ তহবিল।রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন নগরবাসীকে প্রাণঘাতী ভাইরাসের রক্ষা ও তাদের বিপদকালীন সময়ে সহায়তা করার লক্ষ্যে গ্রহণ করেন এ কার্যকর উদ্যোগ।
গত ১৪ এপ্রিল তিনি কর্মহীন ও নিম্ন আয়ের মানুষদের জন্যে রাজশাহী সিটি কর্পোরেশনের ত্রাণ তহবিলে নগরীর বিত্তবানদের নগদ অর্থ বা নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রদানের আহবান করেন।
বৈশ্বিক মহামারি আকার ধারণকারী প্রাণঘাতী নোভেল করোনা ভাইরাস বা কোভিড-১৯ ভাইরাসের ভয়াল থাবা বর্তমানে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও এসে পড়েছে। প্রাণঘাতী কোভিড-১৯ ভাইরাসের তান্ডব মোকাবেলায় দেশের সরকার, প্রশাসন, চিকিৎসকসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। সেই সাথে যুক্ত হয়ে নিরালস কাজ করছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনও। যারই একটা প্রয়াস এই ত্রাণ তহবিল।
মেয়রের আহবানে সাড়া দেন নগরবাসী। কর্মহীন ও নিম্ন আয়ের মানুষদের জন্য সহযোগিতায় এগিয়ে আসতে শুরু করে বিভিন্ন শ্রেনীপেশার মানুষ আর সংগঠন। একে একে শুরু হয় রাসিকের ত্রাণ তহবিলে সহায়তা যুক্ত হওয়া। যা অব্যাহত রয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজশাহী সিটি কর্পোরেশেনের (রাসিক) মেয়রের আহ্বানে সাড়া দিয়ে ত্রাণ তহবিলে এক লাখ টাকা অনুদান দিয়েছে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের (এনসিসি ব্যাংক) রাজশাহী শাখা এবং ৫০ পরিবারের জন্য খাদ্য সামগ্রীর প্যাকেট দিয়েছে মধুমতি ব্যাংক রাজশাহী শাখা।
বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে মেয়রের হাতে সহায়তার অর্থ তুলে দেন এনসিসি ব্যাংক রাজশাহীর ম্যানেজার মোঃ সেলিম উল্লাহ এবং সহায়তা সামগ্রী তুলে দেন মধুমতি ব্যাংক রাজশাহী শাখার ব্যবস্থাপক দীপন চন্দ্র রায়।
এদিকে গতকাল বুধবার (২৯ এপ্রিল) কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত ব্যক্তিকে পরিবহনে রাজশাহী সিটি কর্পোরেশনকে অ্যাম্বুলেন্স সহায়তা এবং ত্রাণ তহবিলে নগদ অর্থ ও চাল অনুদান দিয়েছেন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান।
বুধবার নগর ভবনে মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের হাতে অ্যাম্বুলেন্সটির চাবি তুলে দেন ব্যবসায়ী মোঃ জানে আলম খান (জনি), ত্রাণ তহবিলের এক লাখ পঞ্চাশ হাজার টাকা অনুদান দিয়েছেন জনতা ব্যাংক লিমিটেডের রাজশাহীতে কর্মরত কর্মীরা, দেড় লাখ টাকার চেক দেন জনতা ব্যাংক রাজশাহী এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক তাপস কুমার মজুমদার ও কাদিরগঞ্জ শাখার ব্যবস্থাপক আব্দুল জলিল।
এছাড়াও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ও কারিগরি কলেজ শিক্ষক সমিতি রাজশাহীর যৌথ উদ্যোগে মেয়রের ত্রাণ তহবিলে ১১০০ কেজি চাল প্রদান করেছেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি রাজশাহী জেলার সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাজকুমার সরকার, ত্রাণ তহবিলে দশ হাজার টাকা অনুদান দিয়েছেন রাজশাহী মহানগর মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা মিতু এবং ত্রাণ তহবিলে দশ হাজার টাকা অনুদান দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের সহকারী হিসাব রক্ষক রাশিদ খান।
প্রাণঘাতী নোভেল করোনা ভাইরাসের (কোভিড-১৯) নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে কর্মহীন ও নিম্ন আয়ের মানুষদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানান রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
Leave a Reply