সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১২:১৯ পূর্বাহ্ন
উত্তরবঙ্গ ডেস্ক :
নোভেল করোনা ভাইরাস বা কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের তালিকায় এবার যুক্ত হলেন জনপ্রতিনিধি। দেশের উত্তরাঞ্চলের নওগাঁ জেলার একজন সংসদ সদস্যের নোভেল করোনা ভাইরাস বা কোভিড-১৯ ভাইরাস পরীক্ষা করে ফলাফল পজেটিভ পওয়া গেছে।
তিনি গত মঙ্গলবার (২৮ এপ্রিল) নিজ নির্বাচনী এলাকা থেকে ঢাকায় আসেন। এরপর ন্যাম ভবনের বাসায় ওঠেন। ৪ নম্বর ন্যাম ভবনে থাকা ওই সংসদ সদস্য দশম সংসদের গুরুত্বপূর্ণ পদে ছিলেন।
এলাকা থেকে আসার পর শরীরে জ্বর দেখা দিলে আইইডিসিআর থেকে তার নমুনা সংগ্রহ করা হয়। শুক্রবার (০১মে) বিকেলে আইইডিসিআর থেকে রিপোর্ট পাঠানো হয়। তাকে জানানো হয়েছে তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি রয়েছে।
প্রথম বাংলাদেশের কোনো সংসদ সদস্য করোনায় আক্রান্ত হলেন। করোনা ভাইরাসে আক্রান্ত ওই জনপ্রতিনিধির নাম হলো শহিদুজ্জামান সরকার। তিনি নওগাঁ-২ আসনের সংসদ সদস্য। তিনি আওয়ামী লীগের হয়ে নওগাঁ জেলা থেকে নির্বাচিত হন।
আক্রান্ত এমপির বয়স ৬০ বছর এবং তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বর্তমানে তিনি ন্যাম ভবনের বাসায় পরিবারের অন্যদের থেকে আলাদা হয়ে হোম আইসোলেশনে আছেন। তিনি তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
সূত্র : ইনকিলাব
Leave a Reply