বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০২:১৭ পূর্বাহ্ন
২০১৯ সালের ডিসেম্বরে স্মরণকালের এক জমকালো আয়োজনের মাধ্যমে ‘রাজশাহী কলেজ এইচ এস সি অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ – এর যাত্রা শুরু। একাদশ – দ্বাদশ শ্রেণির দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ছাত্রবৃত্তি প্রচলন করার দৃঢ় অঙ্গীকার ছিল সংগঠনটির অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য। আজ ১৬ সেপ্টেম্বর ২০২২ সংগঠনটির যাত্রাকালের স্মরণীয় মুহূর্ত যা স্বর্ণপ্রসু রাজশাহী কলেজের তেজোময় ইতিহাসের পাতাকে করল প্রবর্ধমান। অ্যাসোসিয়েশনের পক্ষ হতে একাদশ শ্রেণির ১১জন শিক্ষার্থীকে মাসিক ২০০০/০০ টাকা হারে বৃত্তির অর্থ প্রদান করা হল। ছাত্রবৃত্তির আওতায় শিক্ষার্থী সংখ্যা পর্যায়ক্রমে বাড়তে থাকবে। শিক্ষার্থী বাছাইপর্বে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক জানতে পারেন বৃত্তিপ্রাপ্ত এই ১১জনের পরিবারের আর্থিক অসচ্ছলতার অবর্ণনীয় সকরুণ কাহিনী। স্বপ্ন- সাধ- ইচ্ছা আছে সাধ্য নেই তবুও অনেক হতদরিদ্র পরিবারের সন্তানরা রাজশাহী কলেজে ভর্তি হয় বড় আশা -আকাঙ্ক্ষা নিয়ে। আশাভঙ্গ সমাজ কাঠামোর বৈষম্যের অনুকূলও বটে। গরীব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য রাজশাহী কলেজ কর্তৃপক্ষের উদার সহযোগিতার হাত এবং রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এমন মহত্তম উদ্যোগ নিশ্চয়ই আগামীদিনে রাজশাহী কলেজে অসচ্ছল পরিবারের সন্তানরা ভর্তি ও ভর্তি পরবর্তী ব্যয় নির্বাহের জন্য কোনরূপ শঙ্কায় পড়বে না। বৃত্তি প্রদান অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের নির্বাহী সভাপতি প্রফেসর ডাঃ মোঃ খলিলুর রহমান, রাজশাহী কলেজের সম্মানিত অধ্যক্ষ ও উপাধ্যক্ষ, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রফেসর ড. সেলিম রেজাসহ কার্য নির্বাহী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply