বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ১২:৫৬ পূর্বাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি :
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের আহ্বানে সাড়া দিয়ে ত্রাণ তহবিলে এক মাসের বেতনের টাকা দিয়েছেন রাসিকের এক কর্মকর্তা। শনিবার রাত আটটায় নগর ভবনে মেয়রের হাতে এক মাসের বেতনের ৫০ হাজার টাকা তুলে দেন রাসিকের সহকারী প্রকৌশলী মীর শাহরিয়ার সুলতান।
এ সময় করোনাভাইরাস (কোভিড-১৯) নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় তাকে আন্তরিক ধন্যবাদ জানান মেয়র।
উল্লেখ্য, গত ১৪ এপ্রিল এক বিবৃতিতে কর্মহীন ও নিম্ন আয়ের মানুষদের জন্যে রাজশাহী সিটি কর্পোরেশনের ত্রাণ তহবিলে নগদ অর্থ/ নিত্য প্রয়োজনীয় পণ্য প্রদানের আহ্বান জানান মেয়র। এরপর মেয়রের আহ্বান সাড়া দিয়ে এগিয়ে আসছেন অনেক ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠন।
Leave a Reply