সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০১:১৮ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:
ঢাকার খালগুলোকে সংস্কার করে সরকার হাতিরঝিলের মতো দৃষ্টিনন্দন করে গড়ে তোলার পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।
মন্ত্রী বলেন, ঢাকার খালগুলোকে পারস্পরিক সংযোগ করে নৌপথ হিসেবে ব্যবহারের উপযোগী করলে সড়কে যানবাহনের চাপ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে।
শনিবার আশকোনা হজক্যাম্প থেকে সিভিল এভিয়েশন অফিসার্স কোয়ার্টার হয়ে বনরূপা হাউজিং পর্যন্ত খনন করা খালের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
অনুষ্ঠানে খালগুলোর রক্ষণাবেক্ষণের জন্য ওয়াসার ড্রেনেজ সার্কেল ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কাছে হস্তান্তরের প্রস্তাব দিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।
প্রায় ১ দশমিক ৯০ কিলোমিটার দীর্ঘ খালটি খনন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং বাংলাদেশ সেনাবাহিনী। গত ৩০ মে শুরু হওয়া খননকাজ শনিবার শেষ হয়েছে। খালটি খননের ফলে উত্তরা ৪ নম্বর সেক্টরের একাংশ, কসাইবাড়ী, আশকোনা, কাওলাসহ আশেপাশের এলাকার জলাবদ্ধতা অনেকাংশে দূর হবে।
খনন করা খালের উদ্ধোধনী অনুষ্ঠানে তাজুল ইসলাম বলেন, ঢাকা ও এর আশপাশের বিভিন্ন নদ-নদী দখলমুক্ত করতে একটি মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। ঢাকা শহরে খালগুলো সংস্কার করে হাতিরঝিলের মতো করে গড়ে তুলতে কাজ করছে সরকার।
মেয়র আতিকুল ইসলাম বলেন, খালগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব ওয়াসার। কিন্তু জনগণের দুর্ভোগের কথা শুনতে হয় সিটি করপোরেশনকে। তাই বিদ্যমান জনবল, যন্ত্রপাতিসহ ওয়াসার খাল ও ড্রেনেজ ব্যবস্থাপনা সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করার প্রস্তাব জানাচ্ছি।
অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান, সংরক্ষিত আসনের কাউন্সিলর জাকিয়া সুলতানা উপস্থিত ছিলেন।
সূত্র: দেশ রুপান্তর
Leave a Reply