বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০১:১৯ পূর্বাহ্ন
রাজশাহীর শিল্পকলা একাডেমিতে “ড্রিম মেকিং প্রোডাকশন” এর ৮ম বর্ষ পদার্পণ উপলক্ষে অনুষ্ঠিত হয়ে গেলো এক জমকালো ফ্যাশন-শো ও মন মাতানো এক সাংস্কৃতিক সন্ধ্যা। অনুষ্ঠানের শুরুতেই রাজশাহীর সকলের প্রাণপ্রিয় ভালোবাসার এক মানুষ “তৌফিক সাবাব “এর সরণে ১ মিনিট নিরাবতা পালন করা হয়।
গতকাল ২৪শে ডিসেম্বর ২০২১ রোজ শুক্রবার “ড্রিম মেকিং প্রোডাকশন” এর পরিচালক জনাব, শাহারিয়ার চয়ন আয়োজন করেন এক চমৎকার সাংস্কৃতিক সন্ধ্যার অনুষ্ঠান। যে আনুষ্ঠানে তিনি রাজশাহীর বিখ্যাত নয়টি সাংস্কৃতিক গোষ্ঠী ও ফ্যাশন হাউজ গুলোকে একই মঞ্চে একসাথে পারফর্ম করার সুযোগ করে দেন। এখানে সকল পারফর্মাররা তাদের মন মাতানো পারফরম্যান্স দিয়ে অনুষ্ঠানের সকল দর্শকদেরকে নেচে-গেয়ে এবং ফ্যাশন-শো দেখিয়ে মাতিয়ে রেখেছিল।
সাংস্কৃতিক আয়োজনে যারা ছিলেন তাদের বিষয়ে জানতে চাইলে জনাব, শাহারিয়ার চয়ন আমাদের উত্তরবঙ্গ টিভি কে বলেন, এই অনুষ্ঠানে
# অতিথি হিসেবে ছিলেন- ১. দিলীপ কুমার ঘোষ। সাধারণ সম্পাদক,সম্মিলিত সাংস্কৃতিক জোট, রাজশাহী। ২. ড.সাজ্জাদ বকুল সভাপতি,রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। ৩. আহসান কবীর লিটন সভাপতি,রাজশাহী ফিল্ম সোসাইটি। ৪. মাহমুদ হোসেন মাসুদ সাধারণ সম্পাদক, ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি। ৫.সুলতানুল ইসলাম টিপু সভাপতি, বরেন্দ্র চলচ্চিত্র সংসদ। ৬. মোঃ ফয়সাল মাহমুদ ফরিদ প্রতিষ্ঠাতা পরিচালক, রিমঝিম সাংস্কৃতিক গোষ্ঠী। ৭. ওয়ালিউর রহমান বাবু মুক্তিযোদ্ধা বিষয়ক তথ্য সংগ্রাহক। ৮.শাহারিয়ার চয়ন চলচ্চিত্র নির্মাতা, সভাপতি, ড্রিম মেকিং প্রোডাকশন।
# নৃত্য পরিবেশনায়- ১.রিমঝিম সাংস্কৃতিক গোষ্ঠী, বিনোদপুর শাখা। ২.একতা ডান্স এন্ড ফ্যাশান একাডেমি। ৩.জিবি ফ্যাশন এন্ড ডান্স একাডেমি। ৪.রিদম ড্যান্স একাডেমী, রাজাশাহী। ৫.ছন্দ নৃত্য শিল্পী গোষ্ঠী।
৬.চলো বদলে যায় সাংস্কৃতিক একাডেমি। ৭.আর এস ডান্স একাডেমি। ৮. ডি ফর ডান্স রাজশাহী। ৯. ভঙ্গী নৃত্য শিল্পালয়। # সঙ্গিত পরিবেশনা- ১০.আলভি এন্ড ভাইব্রাদার। ১১.সন্ন্যাস। ১২.হিপ হপ হুড, রাজশাহী। ১৩.ড্রিম মেকিং প্রডাকশন এর অতিথি শিল্পিগণ। # র্যাম্প/ক্যাট-ওয়াকে- ১৪. ই এম পি মডেল এজেন্সি এন্ড গ্রুমিং ইনস্টিটিউট। ১৫.ড্রিম মেকিং প্রডাকশন এর অতিথি গণ।
# ফটো এবং ভিডিও পার্টনারে- ১.জিহান। ২.বিশম। ৩.সন্দীপ। ৪.শুভ। ৫.শহিদুল। ৬.রোহান। # কস্টিউম পার্টনারে ছিলেন- ১.মেক ওভার ফ্যাশন। ২.রং কুঠি। ৩.প্রমি ফ্যাশন হাউস। ৪. নিউ এক্সপোর্ট ওয়ার্ল্ড। ৫.ইচ্ছে। # মেকআপ পার্টনারে ছিলেন- ১.তাসনিম মেকওভার। # ইভেন্ট পার্টনার- ১.রাজশাহী ইভেন্ট ম্যানেজমেন্ট। ২.পিপড়া ইভেন্ট ম্যানেজমেন্ট ৩.আলভি সাউন্ড সিস্টেম এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট। ৪.মালা এডভার্টাইজিং। ৫.অমিত আর্ট ৬. দেশ ফার্মেসী ও ৭.নিউ ফ্রেন্ডস ফুড। # মিডিয়া পার্টনারে- ১.উত্তরবঙ্গ টেলিভিশন। ২.পদ্মা টিভি। ৩.রাজশাহী টিভি। ৪.দৈনিক উপচার।
এবং পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন- এস এ সাইমন।
এমন জমকালো অনুষ্ঠান দেখে বুঝাই যাই যে যুগের সাথে তাল মিলিয়ে আমাদের রাজশাহীর সাংস্কৃতিক ও ফ্যাশন ট্রেন্ড গুলোও এখন অনেক এগিয়ে যাচ্ছে। এ যুগের নতুন তরুণেরা নিজেদেরকে এগিয়ে নিচ্ছে নতুন রুপে ও নতুন ধাজে।
Leave a Reply