সোমবার, ২৯ মে ২০২৩, ০৪:১৭ পূর্বাহ্ন
আমরা যদি আগে থেকে জানতে পারতাম পৃথিবীর বুকে কি রুপে গমন করবো তা হলে হয়ত, মানুষের কষ্টের অংশটা কমে যেতো। যেমন যার ঘরে ছেলে জন্ম দরকার তার ঘরে ছেলে হবে যার ঘরে মেয়ে দরকার সেই ঘরে মেয়ে হবে, আমরা তা যেমন জানতে পারিনা তেমন পারিনা জানতে আমাদের ভাগ্য বিধাতা আমাদের ভাগ্যে রেখার, সীমারেখা কতদূর নির্ধারণ করে রেখেছেন।
আমরা এমন সমাজে বাস করি যে সমাজে বাবা – মায়ের বৃদ্ধাকাল ছেলে জন্মের সাথে নিধারন করা হয়, মেয়ে মানে বোঝা, যার জন্মে অনেক বাবা – মায়ের মন খারাপ হয়ে যায়, আমার জন্ম হয় এমনি মন খারাপ দিয়ে,আমার আগে দুই বোন, বাবা- মার আশা এবার ছেলে সন্তান হবে, আশার গুরে বালি দেওয়া যাকে বলে।
আমার জন্ম সন্ধ্যায়, দিনের আলো শেষ অন্ধকার শুরু, আশার আলো দেখানোর সময়, সুযোগ কোনটাই সাথে ছিলোনা আমার, জন্মের কান্না শুরু হয় সন্ধ্যার হালকা আলোতে, আলো বলাটা ঠিক হবে কিনা জানি না।
বাবা-মার অপছন্দের জন্ম বিষয়টা জানি কেমন তখন এতটা বুজতাম না, এখন ভাবলে নিজেকে আগাছা মনে হয়, আগাছার ও তো জীবন আছে? বাবা, সরকারী চাকরিজীবী তারই বা কি দোষ, দুইটা মেয়ে হবার পর তার ও তো স্বপ্ন থাকতেই পারে বংশের প্রদীপ হাতে নিয়ে কেও জন্মগ্রহন করুক তার সংসারে বংশ রক্ষা করার জন্য।
মধ্যবৃত্ত পরিবারের স্বপ্ন পূরনের অবলম্বন আর বৃদ্ধ কালের একমাএ অবলম্বন তো ছেলেরাই হয়, এই ধারনা থেকে বের হওয়াটা সহজ না, সবাই বের হতে পারেও না। যাক সে কথা পারমিসন ছারা জন্ম আমার, এ জন্য আমার ভেতর ইচ্ছামত চলার একটা অভ্যাস আছে, আরো আছে কথার উওর একটাও মাটিতে পরতে না দেওয়ার।
এই অভ্যাসের জন্য ছোটবেলা থেকেই সবার কথা শুনতে হতো, সবাই বলতো ঠোঁটকাটা, একটু বড় না হতেই এক বছর পর জন্ম নিলো আমার ভাই হ্যাঁ যার জন্য আমার জন্ম হয়েছিলো ভুল করে, তার আর্বিভাব হলো আমাদের সংসারে আদর করে তার নাম রাখা হলো মারুফ, তার জন্মের পর আমার অবস্থান আমি ভালো করে বুজতে শুরু করলাম, আমার বড় দুই বোন যেনো তাদের জীবন নিয়ে খুশি কোন অভীযোগ নেই তাদের। দেখতে দেখতে আরেক বছর চলে গেলো ঘুম থেকে উঠে শুনি মা হসপিটালে..!
চলমান……
Leave a Reply