মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৯:০৫ পূর্বাহ্ন
“জীবন পাখি”র মায়া চরিত্রে লাবণ্যক লাবনী। চলতি মাসের শুরু থেকেই রাজশাহী শহরের বিভিন্ন এলাকায় শুটিং শুরু হয়ে শেষ হয়েছে ১৯ নভেম্বর। আত্মহত্যা বিরোধী গল্পে নির্মিত এই সিনেমার নাম ‘জীবন পাখি’। নির্মাতা জানালেন, ‘জীবন পাখি’ আত্মহত্যাবিরোধী কাহিনিনির্ভর সিনেমা। ছোটখাটো যেকোনো ধরনের হতাশায় আমাদের যুবসমাজ বর্তমানে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। দিন দিন বাড়ছে এই প্রবণতা।
তার বিপক্ষে দাঁড়িয়ে বক্তব্যধর্মী এই সিনেমা। হতাশ তরুণদের জীবনমুখী করার বাসনা নিয়েই তিনি কাহিনি রচনা করেছেন। সিনেমাটি প্রযোজনা করছে জলছবি মিডিয়া। লাবণ্যক লাবনী সম্পর্কে এই চলচ্চিত্রের নির্মাতা আসাদ সরকার বলেন, “নতুন মুখ হিসেবে চরিত্র টি যথেষ্ট ই চ্যালেঞ্জিং ছিল। একটি বিশেষ ঘটনাকে ঘিরে মায়া নামের চরিত্র টি আত্মপ্রকাশ করবে এবং প্রায় শেষ দৃশ্য পর্যন্ত পর্দায় দেখতে পাওয়া যাবে।” থিয়েটার দিয়ে অভিনয় শুরু এবং এখনো থিয়েটারের সাথে আছেন বলে লাবনী জানান। প্রধান কেন্দ্রীয় চরিত্র করছেন আবুল আজাদ কালাম। সিনেমার প্রধান অংশ আবর্তিত হবে তাকে ঘিরেই।
Leave a Reply