মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১০:০৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সম্মানিত সভাপতি আলহাজ্ব রাশেদুল ইসলাম বিপ্লব বলেছেন,কাঙ্গাল হরিনাথ এর উত্তরসূরী এ অঞ্চলের কৃতি সন্তান জহুরুল ইসলাম তারেক ভাই একজন স্বপ্নবাজ মানুষ, দীর্ঘ পথ পরিক্রমায় উনি মানুষের জন্য কাজ করেছেন, মানবাধিকার নিয়ে লড়াই করেছেন। এ অঞ্চলে প্রচুর উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছেন। বহু দেশ বিদেশ ভ্রমণ করেছেন। বিএমএফ টেলিভিশন এর স্বপ্নদ্রষ্ঠা উনি, বিএমএফ টেলিভিশন ইতিমধ্যে স্যাটেলাইটের অনুমোদন পেয়েছেন আর সেটার জন্য আমরাও গর্বিত। বিএমএফ টেলিভিশন জন্মলগ্ন থেকেই মানুষের অধিকার নিয়ে কথা বলছে। ইতিমধ্যে মানুষের মনের মধ্যে অবস্থান করে নিয়েছে বিএমএফ টেলিভিশন।
আজ বিকেলে কুষ্টিয়া ডিসি কোট সংলগ্ন কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির কাঙ্গাল হরিনাথ মিলনায়তনে বিএমএফ টেলিভিশন এর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান জহুরুল ইসলাম তারেক এর আগমন উপলক্ষে এক মতবিনিময় সভায় উপরোক্ত কথা বলেন।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে বিএমএফ টেলিভিশন ইতিমধ্যে ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান জহুরুল ইসলাম তারেক বলেন, ২৫ বছর ধরে সাংবাদিকতা পেশায় আছি,আমি বুঝি মানুষ কি চাই, তাই মানুষের ভাগ্যন্নয়নে কাজ করবে বিএমএফ টেলিভিশন। সকল মানুষের মুখপাত্র হবে এই চ্যানেল। তিনি প্রেসক্লাব কেপিসির সম্মানিত সভাপতি সহ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।
এসময় আনন্দ টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি ফিরোজ হোসেন, সিনিয়র সাংবাদিক স ম লাভলু, বিএমএফ টেলিভিশন এর কুষ্টিয়া জেলা প্রতিনিধি এসএম ওয়ালিদুজ্জামান শুভ সহ কেপিসির অন্যান্য সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
Leave a Reply