বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ১২:৩৯ পূর্বাহ্ন
অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে ওয়ার্নার-স্মিথরা নেই, তেমন বড় নামের অভাব তো বাংলাদেশেরও ব্যাটিংয়েও ছিল না। মুশফিক, তামিম, লিটনকে ছাড়াই অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টির এই সিরিজে নেমেছে বাংলাদেশ। অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজ জয় তো আগেই প্রথম তিন ম্যাচ শেষেই নিশ্চিত হয়ে গিয়েছিল। মাঝে চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়া জেতায় আজ মিরপুরে পঞ্চম ম্যাচের আগে প্রশ্ন হয়ে দেখা দিয়েছিল এটি যে, সিরিজের ফল ৪-১ নাকি ৩-২ হবে?
৪-১-ই হলো। অস্ট্রেলিয়াকে ধসিয়ে দিয়েই সিরিজের শেষটা টানল বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সাকিব-মাহমুদউল্লাহ-আফিফদের আত্মবিশ্বাসের পালে লাগা হাওয়ার জোর আরেকটু বাড়ল।
অন্তত বোলারদের তো বাড়ারই কথা! মিরপুরের পিচটা স্পিনসহায়ক বটে, এখানে স্লোয়ার-কাটার ধরে ভালো, তবে সেখানে মাত্র ১২২ রান করে অস্ট্রেলিয়ার মতো দলকে ৬২ রানেই অলআউট করে দেওয়া…সে কৃতিত্ব শুধু মিরপুরের পিচের নয়। অস্ট্রেলিয়া তো অনেক দেশেই সিরিজ খেলেছে, কিন্তু টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ানদের এত কম রানে অলআউট সাকিব-সাইফউদ্দিনরা ছাড়া তো আর কেউ করতে পারেননি!
কীভাবে সম্ভব হলো সে গল্প? প্রথম আলোর আলোকচিত্রী শামসুল হকের ক্যামেরায় ধরা পড়েছে ম্যাচের টুকরো টুকরো অনেক মুহূর্ত, সে মুহূর্তগুলো সাজিয়ে নিলে তৈরি হয়ে যায় একটা গল্প।
Leave a Reply