মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৮:৫৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
রাজশাহী জেলায় একদিনে করোনাভাইরাসে সংক্রমিত বেড়েছে ২৪ জন। এ নিয়ে জেলায় সংক্রমিত বেড়ে দাঁড়িয়েছে ২০০ জনে। আর সুস্থ্য হয়েছেন ৫৩ জন। এখন পর্যন্ত মারা গেছেন তিনজন। শুক্রবার সকালে রাজশাহী সিভিল সার্জন ডা. এনামুল হক এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় রাজশাহী জেলায় করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ২৪ জন। রাজশাহীর দুইটি ল্যাবে তাদের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ল্যাবে ১৯ জন ও রামেক ল্যাবে ৫ জনের নমুনা পজিটিভ আসে।
ডা. এনামুল হক বলেন, রাজশাহীতে করোনায় আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশী নগরে ৯২ জন। এছাড়াও বাঘায় ১২ জন, চারঘাটে ১৪ জন, পুঠিয়ায় ১২ জন, দুর্গাপুর ৬ জন, বাগমারায় ১২ জন, মোহনপুরে ২১ জন, তানোরে ১৭ জন, পবায় ১২ জন ও গোদাগাড়ীতে একজন।
গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন আরও একজন। এ নিয়ে মোট সুস্থ্য হয়েছেন ৫৩ জন। এর মধ্যে নগরের আটজন, বাঘায় তিনজন, চারঘাটে দুইজন, পুঠিয়ায় নয়জন, দুর্গাপুরে তিনজন, বাগমারায় পাঁচজন, মোহনপুরে পাঁচজন, তানোরে ১৩ জন ও পবায় চারজন।
১ মার্চ থেকে এ পর্যন্ত কোয়ারেন্টিনে নেয়া হয়েছে এক হাজার ৯৬৭ জন। ছাড়পত্র দেয়া হয়েছে এক হাজার ৯৪৮ জনকে। বর্তমানে কোয়ারেন্টিনে রয়েছেন ২১ জন। তবে গত ২৪ ঘন্টায় কাউকে কোয়ারেন্টিনে নেয়া হয়নি।
Leave a Reply