রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১১:৫৩ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে করোনা ভাইরাসের পরে ঘরে থাকা কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বুধবার স্থানীয় সাংসদ হারুন অর রশিদ ও সাবেক সাংসদ সৈয়দা আশিফা আশরাফি পাপিয়ার পক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করেন বিএনপি নেতারা।
সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে অসহায়, হত দরিদ্র ও কর্মহীন মানুষদের মাঝে এসব খাদ্যসামগ্রী তুলে দেন সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আমিনুল ইসলাম মতি ও পৌর বিএনপি সাধারন সম্পাদক এ্যাড. ময়েজ উদ্দিন।
এসময় আরো উপস্থিত ছিলেন পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেক, জেলা তাঁতিদলের আহবায়ক আতাউর রহমান, দুরুল মেম্বার সহ স্থানীয় নেতারা।
পৌর বিএনপির সাধারন সম্পাদক এ্যাড. ময়েজ উদ্দিন জানান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাংসদ সদস্য ও বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ ও সাবেক সাংসদ পাপিয়ের পক্ষ থেকে করোনাভাইরাসের কারণে ঘরে থাকা কর্মহীন মানুষের মধ্যে এই খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
দেশের এই দুর্যোগ মুহূর্তে যার যার অবস্থান থেকে তিনি কর্মহীন মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানান।
Leave a Reply