মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১১:০৯ পূর্বাহ্ন
কলকাতার যাদবপুর ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ‘৭ম দুর্গাপুর ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল’। এতে বিশ্বের ১২ দেশের ৪০টি চলচ্চিত্র প্রদর্শন ও বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।
উৎসবে প্রতিবেশী দেশ ক্যাটাগরিতে সেরা চলচ্চিত্র হিসেবে পুরস্কার পায় বাংলাদেশের চলচ্চিত্র ‘ছাদবাগান’। কণ্ঠশিল্পী নচিকেতা চক্রবর্তীর ‘একদিন ঝড় থেমে যাবে’ গানে অনুপ্রাণিত হয়ে নির্মাতা জীবন শাহাদাৎ নির্মাণ করেন ‘ছাদবাগান’। এর সিনেমাটোগ্রাফি করেছেন শাহারিয়ার চয়ন। চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন বিশিষ্ট করপোরেট ব্যক্তিত্ব ও ঢাকা বিজনেস সম্পাদক উদয় হাকিম।
ভারতে জুরি ও সেন্সর বোর্ডের সদস্য শীলা দত্তের হাত থেকে পুরস্কার গ্রহণ করার পর নির্মাতা জীবন শাহাদাৎ বলেন, তিনি বলেনঃ ‘আমাদের দু-দেশের সম্পর্ক আত্মার। আমি এই পুরস্কার করোনার প্রথম সারির যোদ্ধাদের উৎসর্গ করলাম।’
এ সময় আরও উপস্থিত ছিলেন ফেস্টিভ্যাল চেয়ারম্যান নির্মাতা কাজরি মোদক এ, ফেস্টিভ্যাল কো-অর্ডিনেটর দেবলিনা মোদক সাধু।
Leave a Reply