রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১১:৫৭ অপরাহ্ন
কবিতার ক্ষণজন্মা
শ্রুতি খান
কথার ভাঁজে কথায়
কত গল্প লোচনায়
শব্দের পর শব্দের গাঁথুনীতে
কত অর্থ-আলোচনা
এমন করে একটি সুন্দর কবিতা হয়।
কত বাস্তবতার দৃশ্যপট সামনে দেখে
ভেবে তারপর লিখতে হয় বলতে হয়
কত দৃশ্যে মর্মাহত করে আহত হৃদয়
কত জঘন্যতা দেখে ভ্রূ কুঁচকায়
তারপর লেখা হয়ে উঠে বর্ণনায়
অন্যায়ের ভিতর থেকে ন্যায়ের আঁধার
সূর্যের মতন সত্যকে তুলে ধরার
ভালোবাসাকে আবিষ্কার করে
দৃড় প্রত্যয়ের ভাষা লিখে কলমে
জীবনের কত রস কত যশ
বেদনার নীল রং এ
ক্ষয়ে যাওয়া আহত লাশগুলো
দল বেঁধে কবিতায় জীবন্ত হয়ে
ফিরে আসে।
Leave a Reply